দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
গানের প্রথাগত তালিম প্রথম দিকে তেমন ছিল না মেয়েটির। স্কুলে কলেজে সকলের মতো গাইতেন। বিশ্ববিদ্যালয় পেরিয়ে যাওয়ার পর তাঁর মা গানের প্রথাগত শিক্ষার জন্য চাপ দিতেন। সেই চাপেই দক্ষিণীতে পাঁচ বছর রবীন্দ্রসঙ্গীত শেখা। কিন্তু সব রকম গানেই তিনি সাবলীল। তিনি পিয়া চক্রবর্তী। সদ্য ইউটিউব এবং বিভিন্ন অডিয়ো প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পিয়ার গাওয়া ‘তোমার ভিতর থেকে’। সে গানের প্রশংসা হচ্ছে বিভিন্ন মহলে।
পিয়ার একটি ব্যক্তিগত পরিচয়ও রয়েছে। তিনি গায়ক, সুরকার অনুপম রায়ের স্ত্রী। ‘তোমার ভিতর থেকে’ গানটির সুরও অনুপমেরই। ‘‘এই গানটা প্রথম ব্যবহার হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের ‘বিকেলে ভোরের সর্ষে ফুল’ নাটকে। নাটকের জন্য একটা স্তবক লিখেছিল অনুপম। সুরও দিয়েছিল। পরে আমি দ্বিতীয় একটি স্তবক লিখি’’ শেয়ার করলেন পিয়া।
পিয়া পিএইচডি করছেন। কিন্তু গান নিয়ে আরও কাজের ভাবনা রয়েছে তাঁর। গত ডিসেম্বরে অনুপমেরই একটি পুরনো গান পিয়া রিলিজ করেছিলেন। সেটার ভাল রেসপন্স পাওয়ার পর নতুন এই কাজটির কথা ভেবেছিলেন তিনি।
আরও পড়ুন, জীবনে প্রচুর প্রেম করেছি তো, মনে থাকে না...
কিন্তু অনুপম রায়কে জীবনসঙ্গী হিসেবে যিনি পেয়েছেন, তাঁর গানের কেরিয়ার করা কি অনেক সহজ নয়? প্রশ্ন শুনে হেসে পিয়া বললেন, ‘‘এটা এখনও কেউ আমাকে বলেনি। কিন্তু এটা তো সত্যি, যদি একটা গান ভাবি, গাওয়ার কথা বা বানানোর কথা, আলোচনা করার সুবিধে তো রয়েছেই। একজন প্রফেশনাল যদি কাছের মানুষ হন, তা হলে তো সুবিধেই হয়।’’
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)