Virat Kohli

Virushka: বিরাট না অনুষ্কা, কার মতো দেখতে ভামিকাকে? জানালেন একরত্তির পিসি

বিরাট কোহলীর দিদি ভাবনা কোহলী ধিংরা ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর খেলায় মেতেছিলেন নেটাগরিকদের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২১ ২৩:০১
Share:

বিরাট না অনুষ্কা, কার মতো দেখতে ভামিকাকে?

ভামিকার এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে নেটাগরিকরা। কিন্তু সদ্যোজাতকে নিয়ে যেন লুকোচুরি খেলা চলে বিরুষ্কা আর সাংবাদিকদের মধ্যে। ভামিকার জন্মের পরে একাধিক বার বিরাট কোহলী ও অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছে একসঙ্গে। কোলে ভামিকাও ছিল। কিন্তু তার মা প্রতি বার এমন ভাবে মেয়েকে আগলে রেখেছেন, যেন কোনও ভাবেই তার ছবি না তুলতে পারে কেউ। কিন্তু তাতে যেন আরও আগ্রহ বেড়ে গিয়েছে নেটাগরিকদের। সম্প্রতি একটি ঘটনা সেই কথারই প্রমাণ দিল।

Advertisement

বিরাট কোহলীর দিদি ভাবনা কোহলী ধিংরা ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর খেলায় মেতেছিলেন নেটাগরিকদের সঙ্গে। সেখানেই এক নেটাগরিক তাঁকে ভামিকার কথা জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, ভামিকাকে আপনি দেখেছেন? কার মতো দেখতে তাকে? অনুষ্কা না বিরাট? ভাবনা জবাব দেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। ভামিকাকে পরীর মতো দেখতে’।

ভাবনার পোস্ট

ভামিকার জন্মের পরেই ভাবনা ইনস্টাগ্রামে বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন, ‘কন্যাসন্তান হওয়া আশীর্বাদের সমান। ঈশ্বরের উপহার। ছোট্ট এক পরীর পিসি হওয়ার আনন্দ উপভোগ করছি এখন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement