Salman Khan

৫৩ বছর বয়সেও সলমনের ফিটনেস দেখলে চোখ কপালে উঠবে!

কেন হার মানাবেন তাঁর প্রমাণও সলমন সম্প্রতি দিয়েছেন তার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৯ ১২:৩৮
Share:

জিমে ওয়ার্ক আউট করছে সলমন খান। ছবি ইনস্টাগ্রাম ভিডিয়োর দৃশ্য।

তিনি বলিউড সুপারস্টার। ভক্তরা তাঁকে ভালোবেসে ডাকে ‘সল্লু ভাই’ নামে। আর ভক্তরা এও জানেন তাঁদের প্রিয় অভিনেতার ফিটনেস নিয়ে সচেতনতা ঠিক কতটা। সলমন খানের বয়স ৫৩ বছর হলে কী হবে, ফিটনেসের ব্যাপারে এখনও অনেক যুবককে তিনি হার মানাবেন। কেন হার মানাবেন তাঁর প্রমাণও সলমন সম্প্রতি দিয়েছেন তার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে।

Advertisement

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রোজ জিমে কী ভাবে ওয়ার্ক আউট করেন সল্লুভাই। আর তাঁর ফিট থাকার রহস্য যে এই ওয়ার্ক আউটই, তা জানাতে ভোলেননি তিনি।

নিজের ওয়ার্ক আউটের সেই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন একদিন আগে। এই এক দিনেই প্রায় চার লক্ষ লোক দেখে ফেলেছেন সেটি। ৫৩ বছর বয়সেও এই পর্যায়ের অনুশীলন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। তাঁরাও ফিটনেসের ব্যাপারে সলমনের প্রশং‌সায় পঞ্চমুখ।

Advertisement

দেখুন সলমনের শেয়ার করা সেই সব ভিডিয়ো-

After experiencing the highs and lows my security has finally realised how secure they are wid me .. ha ha

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

আরও পড়ুন: ফাদার্স ডে-তে করা নিকের পোস্ট কেন প্রিয়ঙ্কার চোখে জল এনে দিল?

Being real strong

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক-প্রেমিকার ভূমিকায় সইফ-করিনা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement