Viral video

রাস্তায় দাঁড়িয়ে অপরিচিতদের আলিঙ্গন করছেন রিচা চাড্ডা, চাইলে আপনিও পেতে পারেন সেই আলিঙ্গন

একটি স্কুটারের পিছনে চেপে রাস্তার ধারে পৌঁছন রিচা। হাতে একটি প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন রাস্তার ধারে, তাতে লেখা ‘ফ্রি হাগ’। একাধিক জায়গায় তাঁকে এই কাজ করতে দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৩:৩১
Share:

রিচা চাড্ডা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

রাস্তায় দাঁড়িয়ে একের পর এক অচেনা অজানা মানুষকে আলিঙ্গন করছেন অভিনেত্রী রিচা চাড্ডা। চাইলে আপনিও পেতে পারেন এই সুন্দীর আলিঙ্গন। অবাক হবেন না, রিচা চাড্ডা তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে সে কথা জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার ছিল ‘ন্যাশনাল হাগ ডে’। ওই দিন পরিবারের সদস্য, পরিচিত, বন্ধুবান্ধব ছাড়াও অপরিচিতদের আলিঙ্গন করার দিন। আমেরিকায় মিশিগানের ক্লিও-তে১৯৮৬ সালে ২১ জানুয়ারি প্রথম ‘হাগ ডে’ চালু করেন কেভিন জ্যাবোর্নি নামে এক ব্যক্তি। তারপর নানান দেশে পালিত হয় হাগ ডে। বাদ যায়নি ভারতও।

অভিনেত্রী রিচা চাড্ডাও ওই দিন পালন করলেন হাগ ডে। আর তাঁর একটি ভিডিয়ো পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, একটি স্কুটারের পিছনে চেপে রাস্তার ধারে পৌঁছন রিচা। হাতে একটি প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন রাস্তার ধারে, তাতে লেখা ‘ফ্রি হাগ’। একাধিক জায়গায় তাঁকে এই কাজ করতে দেখা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: বান্ধবীকে বিয়ে করতে চান না, তাঁকে এড়াতে শেষে এই কাজ করলেন যুবক!

রিচা চাড্ডার আলিঙ্গন পেতে এবার একে একে এগিয়ে আসেন মহিলা, পুরুষ এমনকি শিশুরা। এক বাজার ফেরত যুবকও হাতে ব্যাগ নিয়ে রিচার আলিঙ্গন পেতে এগিয়ে আসেন। রিচার সঙ্গেই ছিলেন তাঁর কয়েকজন বন্ধু। তাঁরাই গোটা পর্ব ক্যামেরাবন্দি করছিলেন। লাল শাড়ি পরা এক মহিলা তো সেই বন্ধুকেও হাগ করেন। সে কথাও নিজের ইনস্টাতে উল্লেখ করেছেন রিচা।

আরও পড়ুন: মার্চেই বাজারে আসছে সস্তার আইফোন

তবে আপনার হতাশ হওয়ার কিছু নেই। ভাবছেন এই সুযোগ মিস হয়ে গেল। এমন ভাবার কোনও কারণ নেই। আগামী বছরও রিচা একই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই যদি রিচা চাড্ডার আলিঙ্গন পেতে চান একটু অপেক্ষা করতে হবে। আপনার নম্বরও আসতে পারে।

দেখুন সেই ভিডিয়ো:

. . . . ...set out to share some 💓 because there’s so much hate in 🌍 atm! Like Martin Luther King said, “Darkness cannot be driven out by darkness, only light can do that ...” I hugged strangers and it was MAGIC! काको you see in the red sari, not only hugged me, she kissed me, and then proceeded to KISS MY FRIEND (the reason her 📱shook) who was helping 🥰🤗😄Made people hug each other too... you see love is contagious ! NOW I WANNA DO THIS EVERY YEAR! May be next year you can join me 💕☮️ Smile. Spread love! प्यार बाँटते चलो! ❤️ Thanks Sagar, UJ and Sajid! You supported my madness 💕 . . PS - I took a lift, had come in a car...from which we were documenting this! #NationalHugDay #Hug #Love #Peace #SpreadLove #BeTheChange

A post shared by Richa Chadha (@therichachadha) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement