Viral Video

নিজের স্টাইলে নতুন বছরের শুভেচ্ছা জানালেন জনি লিভার, ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো

গায়ে লাল রঙের গোল গলা টি-শার্ট, হাতে সোনালি রঙের মাইক্রোফোন ধরা। আর জনি লিভার, ১৯৬৫ সালের সাসপেন্স-থ্রিলার ‘গুমনাম’-এ মেহমুদের উপর চিত্রিত “হাম কালে হ্যায় তো ক্যায়া হুয়া দিলওয়ালে হ্যায়...” গাইছেন। গানের সঙ্গেই জনি নিজের কমেডি স্টাইলে নাচছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ১৭:১১
Share:

জনি লিভারের নতুন বছরের শুভেচ্ছা। ছবি: টুইটার থেকে নেওয়া।

তিনি পর্দায় আসা মানেই দর্শকরা আশা করেন, হাসির রোল উঠবে। আর নতুন বছরেও তাঁর ফলোয়ারদের সেই হাস্যরস থেকে বঞ্চিত করলেন না জনি লিভার। নিজের স্টাইলেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন। গাইলেন “হাম কালে হ্যায় তো ক্যায়াহুয়া...।”

Advertisement

গায়ে লাল রঙের গোল গলা টি-শার্ট, হাতে সোনালি রঙের মাইক্রোফোন ধরা। আর জনি লিভার, ১৯৬৫ সালের সাসপেন্স-থ্রিলার ‘গুমনাম’-এ মেহমুদের উপর চিত্রিত “হাম কালে হ্যায় তো ক্যায়া হুয়া দিলওয়ালে হ্যায়...” গাইছেন। গানের সঙ্গেই জনি নিজের কমেডি স্টাইলে নাচছেন।

ভিডিয়োতে অনেকের হাততালি ও উচ্ছ্বাসের শব্দ পওয়া যাচ্ছে। যা থেকে মনে হচ্ছে, বছরের শেষ দিনে কোনও ঘরোয়া জমায়েতে সবাই আনন্দে মেতে উঠেছেন। আর জনি তাঁদের সামনে গাইছেন। সেখানে উপস্থিত কেউজনির নাচ-গান দৃশ্য রেকর্ড করেন।

Advertisement

আরও পড়ুন: এই শীতে মস্কোর রাস্তায় টন টন কৃত্রিম বরফ প্রশাসন ঢালছে!

জনি লিভার নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। প্রচুর মানুষ কমেন্ট বক্সে জনিকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এখনও পর্যন্ত জনির ‘কালে হ্যায়...’ দেখেছেন প্রায় ৩৪ হাজার ইউজার।

আরও পড়ুন: বাড়ির ‘আবর্জনা’র সঙ্গেই ফেলে দিলেন ১৪ লাখ টাকা, তার পর...

দেখুন জনি লিভারের নাচ:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement