Ibrahim Ali kHan

পাপারাৎজিদের সঙ্গে লুকোচুরি সইফ আলি খানের আগের পক্ষের ছেলের

সইফ আলি খান ও অমৃতা সিংহের ছেলে। সারা আলি খানের মতোই তাঁর গ্ল্যামারাস উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১২:৫৬
Share:

ইব্রাহিম আলি খান। ছবি ইসন্টাগ্রাম থেকে সংগৃহীত।

পতৌদি বংশের রক্ত বইছে তাঁর গায়ে। তাঁর স্বভাব, চলা ফেরাতেই সেই ছাপ স্পষ্ট। দাদু মনসুর আলি খান পতৌদির মতো ক্রিকেটার তিনি হবেন কি না তা পরে কথা। তবে নিয়মিত যান ক্রিকেট প্র্যাকটিসে। তিনি ইব্রাহিম আলি খান। সইফ আলি খান ও অমৃতা সিংহের ছেলে। সারা আলি খানের মতোই তাঁর গ্ল্যামারাস উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের।

Advertisement

সম্প্রতি ক্রিকেট প্র্যাকটিস থেকে ফেরার পথেই মিডিয়ার ক্যামেরা তাক করেছিল তাঁকে। তাঁদের ক্যামেরাকে এড়াতে যে ভাবে লুকোচুরি খেলেছেন ইব্রাহিম। সেই ভিডিয়োয় এখন ভাইরাল নেটদুনিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে, প্র্যাকটিস সেড়ে গাড়িতে নিজের কিট রাখছেন ইবাহিম। ফটোগ্রাফারদের ক্যামেরা তাক করছে তাকে। তা দেখতে পেয়ে গাড়ির আড়ালে চলে যান তিনি। গাড়িতে উঠবেন বলে ক্যামেরা যখন তাক করে গাড়ির দিকে তখন পা এগিয়েও আসছেন না তিনি। পরে অবশ্য ক্যামেরার দিকে মুচকি হেসে গাড়িতে উঠে চলে যান তিনি। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

Lukka chuppi with #ibrahimalikhan 😋🤪 #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

আরও পড়ুন: ইতালিতে শুটিং করতে গিয়ে ‘ঘুঙরু’র সুরে নাচলেন এই দক্ষিণী অভিনেত্রী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: আগেও করেছেন, আবারও কাজলের সঙ্গে একই ভাবে ‘বিশ্বাসঘাতকতা’ সইফের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement