Viral Video

বিকিনি পরে সমুদ্রে নামলেন সুস্মিতা সেন, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো

সুস্মিতা তাঁর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্কুবা ডাইভিং করতে দেখা গিয়েছে।পরেছেনগাঢ় মেরন রঙের বিকিনি।জলের নীচ থেকে ক্যামেরা ধরা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০
Share:

সুস্মিতার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।

প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী প্রায়ই লাইম লাইটে চলে আসেন কখনও তাঁর রিলেশনশিপ, কখনও বা তাঁর ফিটনেস ভিডিয়োর কারণে। এবার সুস্মিতা খবরে উঠে এলেন তাঁরই কয়েকটি ইনস্টাগ্রাম ভিডিয়োর কারণে। সেখানে দেখা যাচ্ছে বিকিনি পরে সমুদ্রে নেমে পড়েছেন সুস্মিতা সেন।

Advertisement

সুস্মিতা তাঁর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্কুবা ডাইভিং করতে দেখা গিয়েছে।পরেছেন গাঢ় মেরন রঙের বিকিনি। জলের নীচ থেকে ক্যামেরা ধরা হয়েছে। সেখানে সুস্মিতা সেনকে প্রথমেই দেখা যাচ্ছে, হাত জোড় করে যোগের ভঙ্গিতে। তারপর তিনি জলের নীচের দিকে নেমে যাচ্ছেন। কখনও আবার ভেসে উঠছেন।

সুস্মিতা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে এই ভিডিয়োগুলির সঙ্গে লিখেছেন, ‘৪৩ বছর বয়সে স্কিন ডাইভ শিখছি। যে কোনও বয়সেই কিছু শেখা শুরু করা যেতে পারে। শুধু দরকার শুরু করা। তারপর স্বাভাবিক ভাবেই সেটা চলতে থাকবে’। পোস্টে সুস্মিতা আরও লিখেছেন, ‘আমি সমুদ্রে নাচতে না শেখা পর্যন্ত ডাইভিং চালিয়ে যাব।’ সেই সঙ্গে তাঁর প্রশিক্ষক হুসেন হাসামকে ধন্যবাদ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন : চাঁদ থেকে ৩৫ কিমি দূরে বিক্রম, কিন্তু ইসরো কেন অরবিটারের কক্ষপথ বদলাল, উঠছে প্রশ্ন

আরও পড়ুন : চাঁদে হাঁটছেন মহাকাশচারী, পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল অটোরিকশা!

সুস্মিতা ইনস্টাগ্রামে ২ সেপ্টেম্বর থেকে পর পর কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেগুলি ইতিমধ্যেক কয়েক লক্ষবার করে দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও কমেন্ট।

Learning to Skin Dive at 43!!!😉👊💃🏻 Its never too late for anything or anyone, a single step...a leap of faith, is all that is needed to get started, the rest naturally follows!!👍💋I kept diving into the ocean until I learned to dance my way back up!!!😄🎵💃🏻 Thank you Hussain Hassam for teaching me the strength of a single breath!!❤️ #dancingsunrays #oceanic #peace #meditation #indianocean #maldives #breathtaking #experience #skindive #cherished 😇💃🏻 I love you guys!! #duggadugga ❤️

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

Once we learn to swim, we no longer fear the depths...we choose it!!!😊😍❤️ Renee & I 💃🏻🎵#birthdaygirl #blessingmadevisible #daughter #buddy #firstlove #indianocean #maldives #shivohum #duggadugga 🎵❤️ I love you guys!!! 🤗

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

OMG!!!!😄👊👏💃🏻❤️ My 10 yr old while snorkeling in the Indian Ocean, Maldives, asks me underwater, what do you want me to do? I say DIVE!!!! Without batting an eyelid...SHE DOES!!! 🙈😄👊👏 Our children get their confidence from us...It is then, soooo soooooo Important not to transfer our fears on to them...even subconsciously!!!❤️🤗 It does take practice, to let their courage be greater than our fears!!😊😇❤️ Teach & let go...let them!!!👍 #realisation #marvel #courage #children way to be Alisah!!! So proud!!! #duggadugga 👊😇❤️ I love you guys!!!

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement