বলিউডের মোহময়ী অভিনেত্রী শ্রীদেবী। ছবি টুইটার থেকে সংগহীত।
শ্রীদেবী, শুধু যে নাম শুনেই মোহিত হয় আসমুদ্র হিমাচল। তিনি মারা গিয়েছেন এক বছরেরও বেশি হয়ে গেল। কিন্তু বলিউডে ঝড় তুলতে এখনও তাঁর নামই যথেষ্ট। শ্রীদেবীকে সম্মান জানাতে বুধবার তাঁর মোমের মূর্তির উদ্বোধন হল সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কপূর ও শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশি।
শ্রীদেবীর মূর্তি উদ্বোধনের সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন চিত্র সমালোচক তরণ আদর্শ। তার পরই বুধবার সকাল থেকে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের একটাই নাম, শ্রীদেবী।
শ্রীদেবীর মোমের মূর্তি উদ্বোধনের কথা মঙ্গলবার টুইট করে জানান বনি কপূর। সেই মূর্তিতে রং করার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুধু আমাদের হৃদয়ে নয়। লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন শ্রীদেবী।’
আরও পড়ুন: গানের মাঝে অনেক কথা বললে শ্রোতারা বিরক্ত হন: অনুপম
আরও পড়ুন: মৃণাল সেন রেট্রোস্পেক্টিভ
A post shared by Viral Bhayani (@viralbhayani) on