ছেলেকে নিয়ে ভাবনায় বিক্রান্ত। ছবি: সংগৃহীত।
বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’-এর প্রশংসা এখন সকলের মুখে মুখে। এই সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই। পর্দায় বিক্রান্ত মাসের অভিনয়ও মনে ধরেছে দর্শকের। বলিউডে বিক্রান্তের দেখতে দেখতে অনেকগুলি বসন্ত কাটিয়ে ফেলেছেন। কিন্তু ‘টুয়েলভথ ফেল’-এর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দর্শকের ভালবাসা আর প্রশংসা পেয়ে জীবনের অন্যতম ভাল সময় কাটাচ্ছেন বিক্রান্ত। তা ছাড়া ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু হয়েছে বিক্রান্তের। ঘরে এসেছে পুত্র সন্তান। ছেলেকে কী ভাবে মানুষের মতো মানুষ করে তুলবেন সেটাই এখন একমাত্র চিন্তা বিক্রান্তের।
বর্তমান সামাজিক পরিস্থিতিতে সন্তানকে একজন ভাল মনের মানুষ হিসাবে গড়ে তুলতে চান বিক্রান্ত। কিন্তু কোন পথে এগোবেন সেটা নিয়েই ভাবনা-চিন্তা চালাচ্ছেন। সেই সঙ্গে খানিকটা শঙ্কাতেও আছেন তিনি। সমাজ পরিস্থিতি দ্রুত যে ভাবে বদলে যাচ্ছে সেখানে ছেলেকে নিয়েই সারা ক্ষণ ভেবে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে বিক্রান্ত বলেন, ‘‘আমি চাই প্রথমে আমার ছেলে শারীরিক ভাবে সুস্থ থাক। তার পর তো ওর বেড়ে ওঠা আছেই। সৎ হওয়া অত্যন্ত জরুরি। সততা না থাকলে ও ভাল কাজ করতে পারবে না।’’