Vikrant Massey

Vikrant: বিয়ে করবেন বিক্রান্ত? ছবির কাজ সেরে প্রেমিকার সঙ্গে পিঁড়িতে বসবেন ‘ছপক’-এর নায়ক

‘ছপক’ ছবির নায়ক আগেই বলেছিলেন, ‘‘অতিমারি না হলে এত দিনে আমার বিয়ে হয়ে যেত। ওই একটি কারণেই শীতল এবং আমি বিয়ে পিছিয়ে চলেছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৩
Share:

বছরের শেষেই বিক্রান্ত-শীতলের বিয়ে

বিয়ের রেশ এখনও কাটেনি বলিউডে। পত্রলেখা এবং রাজকুমার রাও, ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল, অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন, মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার, দীর্ঘ এই তালিকায় যোগ দিলেন বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর?

বলিপাড়ার খবর, ‘আ ডেথ ইদ দ্য গঞ্জ’-এর অভিনেতা বিক্রান্ত এই বছরের শেষেই দীর্ঘ দিনের প্রেমিকা অভিনেত্রী শীতলকে বিয়ে করবেন। ২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল বিক্রান্তের। কিন্তু আলি ফজল এবং রিচা চড্ডার মতোই অতিমারির প্রকোপে বিয়ে পিছতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু আর অপেক্ষা করতে চান না তাঁরা। তাই ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর নায়ক শ্যুটিং শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে চান।

Advertisement

‘ছপক’ ছবির নায়ক আগেই বলেছিলেন, ‘‘অতিমারি না হলে এত দিনে আমার বিয়ে হয়ে যেত। ওই একটি কারণেই শীতল এবং আমি বিয়ে পিছিয়ে চলেছি।’’

তারকা যুগল ইতিমধ্যেই নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন। এক ছাদের তলায় থাকেন তাঁরা। সেই সময়ে নতুন বাড়ির পুজো করার কিছু ছবি পোস্ট করেছিলেন বিক্রান্ত এবং শীতল। ছবি দেখে অনুরাগীদের ধারণা হয়েছিল, তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। যদিও পরবর্তীকালে বিক্রান্ত সেই ভুল ভাঙিয়েছিলেন। কিন্তু সেই ‘ভুল’ এ বার ‘ঠিক’-এ পরিণত হতে চলেছে বলেই শোনা গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement