Vijay Sethupati

‘ছেলেটা খুব সহজ-সরল ছিল, বড় হওয়ার স্বপ্ন ছিল না’, দারিদ্রের মধ্যে কেমন ছিল জীবন? জানালেন বিজয় সেতুপতি

এখন খ্যাতি উপভোগ করছেন ঠিকই। কিন্তু মাঝে মধ্যেই নিজের হারিয়ে যাওয়া সত্ত্বার কথা মনে পড়ে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ১৭:০৪
Share:

বিজয় সেতুপতি। ছবি-সংগৃহীত।

দক্ষিণে তাঁর ঝুলিতে রয়েছে একের পরে এক হিট ছবি। বলিউডেও শক্ত জমি তৈরি করে ফেলেছেন অভিনেতা বিজয় সেতুপতি। এখন সেই খ্যাতি উপভোগ করছেন ঠিকই। কিন্তু মাঝে মধ্যেই নিজের হারিয়ে যাওয়া সত্ত্বার কথা মনে পড়ে তাঁর। সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানালেন বিজয়।

Advertisement

অতীতের কোন মানুষকে আজও সবচেয়ে বেশি মনে পড়ে? এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, “আমার নিজের কথাই সব চেয়ে বেশি মনে পড়ে। একটা খুব সহজ সরল ছেলে ছিল। তার কোনও স্বপ্ন ছিল না। সে নিজেও জানত না, জীবনে সে কী করতে চায়। কলেজে প্রথম বর্ষে পড়ার সময়ে এটাও জানত না সে দ্বিতীয় বর্ষে কী পড়াশোনা করবে। বন্ধুরা বলে দিত সব।“ নিজের প্রসঙ্গেই কথাগুলি বলেন তিনি।

বিজয় নিজের সম্পর্কে আরও বলেন, “আমি খেলাধুলো বা পড়াশোনা কোনওটাই ভাল পারতাম না। কলেজে কোনও মেয়ের সঙ্গে কথা বলতাম না। খুব লাজুক ছিলাম। তবুও মনে মনে এই ছেলেটা ভাবত, তাকে বড় কিছু হয়ে উঠতে হবে। কিন্তু কী ভাবে বড় হতে হয়, তা জানা ছিল না তার।”

Advertisement

এক সময় দারিদ্র্যের মধ্যে কেটেছে বিজয়ের। তাই খুব বড় স্বপ্ন না থাকলেও, দারিদ্র্য থেকে বেরতে চাইতেন তিনি। অভিনয়ে পা রাখার আগে, অ্যাকাউন্ট্যান্ট-এর কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু আশানুরূপ বেতন না থাকায় পরিবারকে সেই ভাবে সাহায্য করতে পারেননি। অভিনয়ে আসার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি ‘মহারাজা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement