Vidya Balan

প্রথম আলাপে যিশু কথা তো বলেইনি, উল্টে গম্ভীর মুখ করেছিল: বিদ্যা

‘‘সুজয় যে দিন যিশুর সঙ্গে আমায় আলাপ করিয়ে দেয় সে দিন যিশু আমার সঙ্গে ঠিকমতো কথা তো বলেইনি, উল্টে মুখ গম্ভীর করে ছিল। কী হাবভাব! কোনও হাসি অবধি ছিল না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২০ ১৪:৪৮
Share:

‘শকুন্তলা দেবী’ নিয়ে ইনস্টাগ্রামে আড্ডায় মেতেছিলেন দুই অভিনেতা। ফাইল চিত্র।

আধো বাংলাতেই বললেন বিদ্যা, ‘‘সুজয় যে দিন যিশুর সঙ্গে আমায় আলাপ করিয়ে দেয় সে দিন যিশু আমার সঙ্গে ঠিকমতো কথা তো বলেইনি, উল্টে মুখ গম্ভীর করে ছিল। কী হাবভাব! কোনও হাসি অবধি ছিল না।’’

Advertisement

এ কী বললেন বিদ্যা!

যিশু আর বিদ্যার আসন্ন ছবি ‘শকুন্তলা দেবী’ নিয়ে ইনস্টাগ্রামে আড্ডায় মেতেছিলেন দুই অভিনেতা। সেখানেই কথা প্রসঙ্গে যিশুর সঙ্গে প্রথম আলাপের বিষয়টি এনে বিদ্যা এই মন্তব্য করেন। যিশু অবশ্য বলেন, বিদ্যা নাকি তাঁকে ‘লেগপুল’ করার জন্য এই কথা বলছেন। বিদ্যা অনেকের সঙ্গেই এমন করে থাকেন। ‘‘আরে! বিদ্যা বালন, অত বড় এক জন সুপারস্টার! প্রথম দেখাতে কী করেই বা কথা বলি?’’ বিদ্যার কাছে পাল্টা প্রশ্ন যিশুর।

Advertisement

এ ভাবেই আড্ডা চলতে থাকে। দু’জনের কথায় উঠে আসে কলকাতা। কলকাতাকে ঘিরে একাধিক স্মৃতি ও শ্যুটিংয়ের অভিজ্ঞতা। যিশু কেমন করে দুর্গাপুজোয় মেতে ওঠেন? প্রশ্ন করেন বিদ্যা। যিশুর অভিনয়ের প্রশংসা করতে গিয়ে বিদ্যা বলেন, ‘‘রাজকাহিনি-র ওই নেগেটিভ চরিত্রে অভিনয় করে তুমি কী করে সুজিতের ‘পিকু’-তে ওই চরিত্র করতে পারলে? ভাবাই যায় না!’’

আরও পড়ুন: লিপস্টিক, চুমু আর রাজনীতি, ভিডিয়োয় বিস্ফোরক শ্রীলেখা

ঘেরা বিশ্বে বলিউডের ভবিষ্যৎ বদলে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। ‘গুলাবো সিতাবো’-র পরে এ বার বিদ্যা বালনের বহুচর্চিত ‘শকুন্তলা দেবী’ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, অ্যামাজন প্রাইমের তরফে এই খবর দেওয়া হয়। যদিও এই বায়োপিকের স্ট্রিমিং কবে থেকে শুরু হবে তা এখনও ঘোষণা করেননি অ্যামাজন প্রাইম কর্তৃপক্ষ।

আরও পড়ুন: লকডাউনে পানভেলের ফার্মহাউজ থেকে বাবাকে দেখতে মুম্বই গেলেন কেন সলমন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement