Vicky Kaushal

‘উরি’-তে প্রথমে কাজ করতেই চাননি ভিকি! কেন জানেন?

ভিকির বাবা তাঁকে বলেন, “এই ছবিটা না করা তোমার জীবনের সব চেয়ে খারাপ সিদ্ধান্ত হবে ।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১০
Share:

ভিকি কৌশল।

এ বছর ভিকি কৌশলকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। কিন্তু ভিকি নাকি প্রথমে কিছুতেই রাজি হননি ছবিটা করতে? কিন্তু কেন?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, “সে সময় ‘রাজি’-র শুটিং চলছিল। একটা ফোন আসে। বলা হয় একটি অ্যাকশন ছবির জন্য আমাকে স্ক্রিপ্ট পাঠানো হচ্ছে। আর ছবির লিড চরিত্রের জন্য নাকি প্রথমে আমাকেই বেছেছেন পরিচালক।”

বাড়ি এসে স্ক্রিপ্ট নিয়ে বসেন ভিকি। কিন্তু কিছুতেই স্ক্রিপ্টের সঙ্গে একাত্ম হতে পারছিলেন না তিনি। ‘রাজি’-তে তাঁর চরিত্রটা ছিল এক জন পাকিস্তানি মেজরের। সেখান থেকে ভারতেরসার্জিক্যাল স্ট্রাইকের উপর আধারিত ছবি – দু’টোর মধ্যে কিছুতেই যেন খাপ খাওয়াতে পারছিলেন না অভিনেতা।

Advertisement

আরও পড়ুন- মা হতে চলেছেন এই বলি অভিনেত্রী, নিজ মুখেই জানালেন সে কথা

আরও পড়ুন-ব্রহ্মা জানেন ঋতাভরীর ‘গোপন কম্ম’ কী?

পর দিন স্ক্রিপ্ট বাড়িতে রেখেই কাজে চলে যান তিনি। বাবা শ্যাম কৌশল পুরো চিত্রনাট্যটি পড়েন। ভিকিকে জিজ্ঞাস করেন সিনেমা সম্পর্কে তাঁর কি মতামত? তিনি কি রাজি ? এক মুহূর্ত দেরী না করে ভিকি বাবাকে জানিয়ে দেন, তিনি সিনেমাটা করতে খুব একটা ইচ্ছুক নন। ভিকির বাবা তাঁকে বলেন, “এই ছবিটা না করা তোমার জীবনের সব চেয়ে খারাপ সিদ্ধান্ত হবে ।”

বাবার কথাতেই রাজি হয়ে যান ভিকি। শুরু হয় ‘উরি’-র শুটিং। বাকিটা ইতিহাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement