Vicky Kaushal

Vicky-Katrina: মুম্বইয়ে ‘ভিক্যাট’-এর অনুষ্ঠান, অতিথি হতে পারেন অমিতাভ-শাহরুখ-অক্ষয়রা

গোপনীয়তা বজায় রেখে কড়া নিরাপত্তায় বিয়ে সারলেও মুম্বই এসে বলিউডের বাকি বন্ধুদের নিয়ে ধুমধাম করে উদ্‌যাপন করবেন ভিকি-ক্যাটরিনা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ১৭:৫৫
Share:

ভিকি-ক্যাটরিনার অনুষ্ঠানে আসতে পারে অক্ষয়-শাহরুখ-অমিতাভরা।

আঁটোসাটো সুরক্ষা-বলয়ে সাত পাক ঘুরবেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। হাতে গুনে আমন্ত্রিত ১২০ জন। অতিথি তালিকায় শুধুমাত্র আত্মীয় পরিজন এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠানে ফোন ব্যবহার নিষিদ্ধ হওয়ায় ছবি তোলার সুযোগটুকুও নেই। গোপনীয়তা বজায় রেখে কড়া নিরাপত্তায় বিয়ে সারলেও মুম্বই এসে বলিউডের বাকি বন্ধুদের নিয়ে ধুমধাম করে উদ্‌যাপন করবেন ‘ভিক্যাট’।

Advertisement

সংবাদমাধ্যমের কাছে তারকা-যুগলের ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তির দাবি, “ক্যাটরিনা এবং ভিকি সংবাদমাধ্যম এবং ইন্ডাস্ট্রির সকলের জন্য মুম্বইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। কিন্তু ওমিক্রনের জন্য বিষয়টি সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। তবে এখনও পর্যন্ত এই অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দু’জনেরই। বিয়ে সেরে বিশেষ অনুমতি নিয়ে রিসেপশন করতে পারেন তাঁরা।”

সেই ব্যক্তি জানিয়েছেন, কোভিড-পরিস্থিতিতে সব ধরনের বিধিনিষেধ মেনেই পরিকল্পনা করবেন ‘ভিক্যাট’। কত জন অতিথিকে ডাকা যাবে, সেই বিষয়েও আলোচনা করবেন তাঁরা। বলিউড সূত্রে খবর, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারদের মতো তারকাদের ইতিমধ্যেই এই অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়েছে। তবে স্থান এবং তারিখ এখনও পাকাপাকি ভাবে বলা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement