Rakesh Pandey demise

প্রয়াত রাকেশ পাণ্ডে! অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে

১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন রাকেশ পাণ্ডে। এই ছবি থেকেই তাঁর পরিচিতি পাওয়া শুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৫২
Share:
Veteran Bollywood actor Rakesh Panday passed away

প্রায়ত রাকেশ পাণ্ডে। ছবি: সংগৃহীত।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে। হিন্দি ও ভোজপুরি চলচ্চিত্র জগতে পরিচিত নাম তিনি। শুক্রবার সকাল আটটা বেজে ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৭। মুম্বইয়ে জুহুর আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশ পাণ্ডের।

Advertisement

শাস্ত্রী নগর শশ্মানে রাকেশ পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও ঘনিষ্ঠেরা। রাকেশের পরিবারে তিন সদস্য— স্ত্রী, কন্যা, ও নাতনি।

১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন রাকেশ পাণ্ডে। এই ছবি থেকেই তাঁর পরিচিতি পাওয়া শুরু। এমনকি এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি। বড় পর্দায়ে অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন তিনি। পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সদস্যও ছিলেন অভিনেতা।

Advertisement

২০২৩-এর ছবি ‘সুদর্শন চক্র’ ছবিতে রাকেশ পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল। এ ছাড়াও বলিউডের ছবি ‘ইন্ডিয়ান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বেটা হো তো অ্যায়সা’, ‘চ্যাম্পিয়ন’, ‘অমর প্রেম’, ‘হিমালয় সে উঁচা’-তে অভিনয় করেছেন। ‘ছোটি বহু’, ‘পিয়া বিনা’, ‘দেবী’, ‘পেয়ার কে দো নাম- এক রাধা এক শ্যাম’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement