হরনাথ চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক।
সম্প্রতি করোনার টিকা নিয়েছেন হরনাথ চক্রবর্তী। সময়ের সঙ্গে তাল মেলাতে কাজের ঘরানাও বদলেছেন। অসংখ্য জনপ্রিয় ঘরোয়া, প্রেমের ছবি বানানোর পর গত বছর তিনিই পরিচালনা করেছেন ‘তারকার মৃত্যু’র মতো থ্রিলার। সেই ছবিতে নামভূমিকায় রঞ্জিত মল্লিক। সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র। খবর, তিনি নাকি নতুন ছবি পরিচালনার কাজেও হাত দিচ্ছেন খুব শিগ্গির?
আনন্দবাজার ডিজিটালের কাছে হরনাথের দাবি, প্রবীণ অভিনেতার সঙ্গে প্রবীণ পরিচালকের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। সেই জোরেই তাঁর আগামী কমেডি জঁরের ছবিতেও নায়কের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
আর কারা থাকবেন আগামী ছবিতে? পরিচালক জানালেন, এখনও ছবির বাকি অভিনেতাদের বাছা হয়নি।
আরও একবার রঞ্জিত-কোয়েল মল্লিক পর্দা ভাগ করে নেবেন? উত্তর দিলেন প্রযোজক নিসপাল সিংহ রানে। জানালেন, ‘‘ছবির নাম, বাকি অভিনেতা কিচ্ছু ঠিক হয়নি। তাই আগামী ছবিতে বাবা-মেয়ে একসঙ্গে অভিনয় করবেন কি না, বলা যাচ্ছে না। এখন শুধুই প্রাথমিক স্তরে কথা চলছে।’’
নতুন ছবির পাশাপাশি ‘তারকার মৃত্যু’ নিয়েও আশাবাদী পরিচালক। কেন? হরনাথের যুক্তি, এই প্রথম থ্রিলার বানিয়ে ভীষণ তৃপ্ত তিনি। যা দেখে ভাল লাগবে দর্শকদেরও। দাবি, ‘‘এডিটিংয়ের পর দেখে মনে হল এক টুকরো হলিউড উঠে এসেছে টলিউডি দুনিয়ায়। রঞ্জিত স্যর, ঋত্বিক, পার্নো সবাই কাঁপিয়ে দিয়েছেন।’’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরেই। সেই অনুযায়ী সেন্সর ছাড়পত্রও পেয়ে গিয়েছিলেন তিনি। বাদ সেধেছে করোনা। তাই সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসে অর্থাৎ গরমের ছুটিতে মুক্তি পেতে পারে ‘তারকার মৃত্যু’।