ছোটদের জন্য বরুণের নাচ

‘এবিসিডি ২’-এ তিনি মূলত অভিনয় করেছেন তাঁর খুদে ফ্যানদের জন্যই। টুইটারে সম্প্রতি এ কথা জানালেন বরুণ ধবন। সদ্য মুক্তি পেয়েছে ‘এবিসিডি ২’। দর্শক-মহলে ভালই ঝড় উঠেছে ছবিটিকে নিয়ে। সেই সঙ্গে ছবি নিয়ে ঝড় উঠেছে বরুণ ধবনের টুইটারের পাতাতেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০০:০৩
Share:

বরুণ ধবন

‘এবিসিডি ২’-এ তিনি মূলত অভিনয় করেছেন তাঁর খুদে ফ্যানদের জন্যই। টুইটারে সম্প্রতি এ কথা জানালেন বরুণ ধবন।

Advertisement

সদ্য মুক্তি পেয়েছে ‘এবিসিডি ২’। দর্শক-মহলে ভালই ঝড় উঠেছে ছবিটিকে নিয়ে। সেই সঙ্গে ছবি নিয়ে ঝড় উঠেছে বরুণ ধবনের টুইটারের পাতাতেও। নায়ক লিখেছেন, “আশা করি, ছবিটা দেখে সবার ভাল লেগেছে। বাচ্চাদের বেশি ভাল লাগুক, এটা বিশেষ করে চাইব। শুধু মাত্র ওদের কথা ভেবেই তো অভিনয় করেছি ছবিটায়!”

তবে, এখানেই থেমে নেই ‘এবিসিডি ২’ নিয়ে বরুণের মনের কথা। পাছে খুদেদের জন্য এই ছবি করা নিয়ে তাঁর মন্তব্যকে কেউ কটাক্ষ করে, তার জন্য বক্তব্যটাকে আর একটু স্পষ্ট করেছেন নায়ক। লিখেছেন, “আসলে আমাদের সবার মনেই যে সব সময়ে একটি শিশু ঘুমিয়ে থাকে!”

Advertisement

পাশাপাশি, সোশাল নেটওয়ার্কে ‘এবিসিডি ২’ ছবিতে অভিনয়ের জন্য কনগ্র্যাচুলেশনের ঝড়কে ধন্যবাদ জানিয়েছেন ২৮ বছরের বরুণ। থ্রি-ডি ডান্স মুভি ‘এবিসিডি ২’-তে তিনি এক নাচিয়ের ভূমিকায় রয়েছেন। চরিত্রটির সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে, টুইটারে নিজের নামের সঙ্গে চরিত্রটির নাম জুড়ে দিয়েছেন তিনি। এখন আর শুধুই বরুণ নন, টুইটারের পাতায় তিনি ‘বরুণ সুরেশ ধবন’! সেই জন্যই “ছবি তৈরি শেষ— এ কথা মেনে নিতেও কেমন যেন লাগছে”, লিখেছেন ‘বদলাপুর’-এর নায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement