কেন না ঘুমিয়ে রাত কাটাচ্ছেন বরুণ?

বরুণের অন্য রকম লুক তুলে ধরতেই এই বিশেষ কৌশল নিয়েছিলেন তিনি।   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ০৬:৫০
Share:

বরুণ ধবন

চরিত্রের প্রয়োজনে অনেক সময়েই নানা রকম কৌশলের আশ্রয় নেন অভিনেতারা। লুক চেঞ্জের প্রয়োজনে খাদ্যাভ্যাসে পরিবর্তন, শেভ না করা... এই সমস্তই দেখা গিয়েছে। তবে সপ্তাহব্যাপী প্রায় বিনিদ্র রজনীযাপন খুব একটা শোনা যায়নি! তেমনটাই ঘটালেন বরুণ ধবন। ‘অক্টোবর’ ছবিতে পরিচালক সুজিত সরকারের নির্দেশেই ঘুম উড়ে গিয়েছিল বরুণের। কয়েকটি সিকোয়েন্সে মলিন চেহারা তুলে ধরার জন্য মেকআপের কারসাজিতে না গিয়ে স্বাভাবিক লুক তুলে ধরার জন্য সুজিতের কথা অনুযায়ী প্রায় সপ্তাহব্যাপী দিনপ্রতি মাত্র এক থেকে দু’ ঘণ্টা ঘুমিয়েছেন বরুণ। আর তার প্রভাব ধরা পড়েছে ক্যামেরাতেও।

Advertisement

পরিচালক জানিয়েছেন, এর আগেও তাঁর ছবিতে চরিত্রের প্রয়োজনে নানা ধরনের আপস করতে হয়েছে অভিনেতাদের। ‘পিকু’তে অমিতাভ বচ্চন যেমন। ‘অক্টোবর’-এও বরুণের অন্য রকম লুক তুলে ধরতেই এই বিশেষ কৌশল নিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement