দেশের ছবির উৎকর্ষ বেড়েছে বলেই মত বরুণের
নতুন ছবি ‘যুগ যুগ জিয়ো’ মুক্তির আগে তুমুল ব্যস্ততা। রাজ মেহতার নতুন ছবি নিয়ে আশাবাদী দলের সকলেই। বেশ কিছু দিন ধরেই হিন্দি ছবির বাজার যে মন্দা, সে কথা মনে করিয়ে দিতে চুপ করে থাকলেন না বরুণ ধবন। ছবির প্রচারে গিয়ে মুখ খুললেন বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির বিতর্কে।
গত দু’বছরে ছবির বাজার মাতিয়ে রেখেছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘আর আর আর’, ‘কেজিএফ ২’-এর বিপুল সাফল্য ভাবিয়ে তুলেছে বলিউড ইন্ডাস্ট্রিকে। এ নিয়ে বরুণকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘‘সামগ্রিক ভাবে ভারতীয় ছবির উৎকর্ষই দেখতে পাচ্ছি। দর্শক যা দেখতে পছন্দ করছেন, তা-ই তো দেখবেন! আমি নিজেও ‘কেজিএফ ২’ উপভোগ করেছি। অন্যতম বাজার মাতানো ছবি এটিই।’’
গত দু’মাসে একের পর হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার প্রসঙ্গ উঠতেও বরুণ ইতিবাচক। অভিনেতা বলেন, ‘‘৭-৮টা বড় বড় দক্ষিণী ছবির মুখ থুবড়ে পড়ার কথা মনে করতে পারছি। সব ছবি তো আর বলে বলে হিট করানো যায় না। হিন্দি হোক, দক্ষিণের ছবি হোক বা হলিউড ছবি, দর্শকের যেটা ভাল লাগবে, সেটাই চলবে। এর কোনও নিয়ম নেই। যেমন অজস্র ছবি ব্যর্থ হয়, তেমনই সফল ছবির সংখ্যাও কম নয়!’’
আগামী ২৪ জুন মুক্তি পাবে বরুণ অভিনীত ‘যুগ যুগ জিয়ো’। সে ছবিতে অনিল কপূর, কিয়ারা আডবাণী-সহ আরও অনেক বিশিষ্ট অভিনেতা রয়েছেন। ছবি মুক্তির আগে শনিবার শ্যুটিংয়ের নেপথ্যকাহিনি ফাঁস করে এক মজাদার ভিডিয়ো প্রকাশ করেছেন নির্মাতারা।