Varun Dhawan

কন্যাসন্তানের বাবা হয়েছেন বরুণ, তার পর থেকে কেন অপরাধবোধে ভুগছেন অভিনেতা?

বিয়ের তিন বছরের মাথায় কন্যাসন্তানের বাবা হয়েছেন বরুণ ধওয়ান। মেয়ের জন্মের পর থেকে অসম্ভব অপরাধবোধে ভুগছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:২০
Share:

বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

চলতি বছরে ৩ জুন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। অভিনেতা ও তাঁর স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে প্রথম সন্তান। বরুণ নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। তবে খুদে সদস্যের ছবি এখনও প্রকাশ্যে আসেনি। মেয়ের নাম দিয়েছেন লারা। তবে মেয়ের জন্মের পর থেকে অসম্ভব অপরাধবোধে ভুগছেন অভিনেতা।

Advertisement

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের তিন বছরের মাথায় সন্তানের বাবা-মা হন বরুণ-নাতাশা। বাবা হওয়ার পর থেকে চূড়ান্ত ব্যস্ত বরুণ। একের পর এক কাজ তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ়। চলতি মাসে বড় পর্দায় মুক্তি পাবে তাঁর ছবি ‘বেবি জন’। ভোর চারটেয় উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এক ফোঁটা সময় দিতে পারছেন না মেয়েকে। এমনকি ছুঁয়ে দেখার সময় পাচ্ছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আজকাল ভীষণ অপরাধবোধ ভুগছি। মেয়েকে কোলে নিয়ে ঘোরাতেও পারছি না। সারাদিন বড্ড মিস্ করি ওকে। এমনটা আগে কখনও কাউকে মিস্ করিনি যেটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে।’’ যদিও আজকাল বাবারা সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেন। তবে বরুণ এখনও তেমন কিছু করেননি। তবে কাজের চাপ কমলে ছুটি নেবেন কি না, নাকি মেয়ের শৈশব দেখা অধরা রয়ে যাবে বরুণের কাছে, তা অবশ্য সময় বলবে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement