সরোদে আমজাদ আলির ক্রিসমাস ক্যারোল!

উত্সবের রং লেগেছে আগে থেকেই। গতকাল উত্সবে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ফুর্তি, হৈ হুল্লোর, পার্টি। আর হবে নাই বা কেন! আজ বড়দিন যে। আজ দিনটাই স্পেশ্যাল। আর সেই স্পেশ্যাল দিনকে আরও স্পেশ্যাল করে তুললেন উস্তাদ আমজাদ আলি খান। সরোদে বাজালেন ক্রিস্টমাস ক্যারোল!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৫:১৭
Share:

উত্সবের রং লেগেছে আগে থেকেই। গতকাল উত্সবে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ফুর্তি, হৈ হুল্লোর, পার্টি। আর হবে নাই বা কেন! আজ বড়দিন যে। আজ দিনটাই স্পেশ্যাল। আর সেই স্পেশ্যাল দিনকে আরও স্পেশ্যাল করে তুললেন উস্তাদ আমজাদ আলি খান। সরোদে বাজালেন ক্রিস্টমাস ক্যারোল!
বড়দিনে ‘জিঙ্গল বেল’ তো আমরা সকলেই শুনি। কিন্তু সরোদে জিঙ্গল বেল শোনার অভিজ্ঞতা একেবারে নতুন, একদম অন্য রকম।
প্রবীন এই সরোদ শিল্পী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন তাঁর এই ক্রিস্টমাস ক্যারোল বাজানোর ভিডিওটি। বড়দিনে এটা একটা বড় পাওনা নয় কী!

Advertisement

দেখুন ভিডিওটি:

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement