Bollywood Item Dance

‘দাবিড়ি দিবিড়ি’ অতীত! ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী, আর নাচ নয়, এ বার শুধুই ‘টাচ’ করবেন

‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরী। ‘জাট’ ছবিতে সানি দেওল। বলিউডের অন্দরে ফিসফাস, উর্বশীর বুঝি কেবল প্রবীণ নাগরিকদেরই পছন্দ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:২৫
Share:

‘টাচ’ করতে আসছেন উর্বশী রৌতেলা! ছবি: ফেসবুক।

আর নাকি তিনি নাচবেন না! কেবল ‘টাচ’ করবেন। আর তাতেই আগুন জ্বলবে, উষ্ণতার পারদ চড়বে। ‘দাবিড়ি দিবিড়ি’ পর্ব অতীত হতেই ফের স্বমহিমায় উর্বশী রৌতেলা। আবারও ‘টাচ কিয়া’ আইটেম গান তিনি। বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল অভিনীত ‘জাট’ ছবির একটি গান। সেখানে ফের লাস্যময়ী উর্বশীর জৌলুস দেখে নড়ে বসেছে বলিউড। সেই গানের প্রথম পঙ্‌তিতে স্বল্পবসনা অভিনেত্রীর আশ্বাস, ‘দিল তুঝকো হি দুঙ্গা’।

Advertisement

কুমারের লেখা এবং মধুবন্তী বাগচী এবং শহিদ মাল্যের গাওয়া এই ট্র্যাক ইতিমধ্যেই চর্চায়। দর্শকদের মতে, ‘ডাকু মহারাজ’-এর মতো এই গানেও যথেষ্ট উত্তেজক নাচ নেচেছেন উর্বশী। যার জেরে আগের ছবির গান ছবিমুক্তির সময় বাদ পড়েছিল। যদিও ‘দাবিড়ি দিবিড়ি’র দৌলতেই ‘ডাকু মহারাজ’ মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পা রেখেছিল। উর্বশী ‘টক অফ দ্য টাউন’। সিনেপ্রেমীদের মতে, এই গানের হাত ধরে ‘জাট’ কতখানি বাণিজ্যিক সাফল্য লাভ করবে সেটাই দেখার। পাশাপাশি তাঁদের এটাও শঙ্কা, আবারও আগের মতো ছবিমুক্তির সময় উর্বশীর গানে কাঁচি পড়বে না তো?

ছবিতে সানি ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিংহ, রেজ়িনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের এবং স্বরূপা ঘোষ। পরিচালনায় গোপীচাঁদ মালিনেনি। ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল। এ দিকে গান শুনে চুপ করে নেই নিন্দকেরাও। তাঁদের কটাক্ষ, ‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরী, ‘জাট’ ছবিতে সানি দেওল। উর্বশীর কি কেবল প্রবীণ নাগরিকদেরই পছন্দ?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement