ঊর্মিলা এবং আমির।
নব্বইয়ের দশকের সুপারহিট ছবি ‘রঙ্গিলা’র রিমেক হলে কেমন হয়?
সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ‘মিলি’ অর্থাৎ ঊর্মিলা মাতন্ডকর। তিনি জানালেন, কোনও ছবি নতুন ভাবে ফের তৈরি করা হবে কি না সে বিষয়ে কোনও গতে বাঁধা নিয়ম থাকতে পারে না। কিছু রিমেক যেমন সে ভাবে মুগ্ধ করতে পারে না, কিছু রিমেক আবার বেশ ভাল হয় বলেও মনে করেন তিনি।
এক সর্বভারতীয় মাধ্যমকে অভিনেত্রী বলেন, “সব ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য, সেটা ভাবা অন্যায় হবে। কিছু রিমেক সত্যিই খুব ভাল হয়। কিছু আবার প্রত্যাশা পূরণ করতে পারে না, কারণ আসল ছবিটিকে মানুষ ভুলতে পারেন না।”
অভিনেত্রী মনে করেন, ‘রঙ্গিলা’ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল বলেই সফল হয়েছিল। অন্য কোনও অভিনেতা বা পরিচালকের ক্ষেত্রে সেটা আবার নতুন করে সৃষ্টি করা কঠিন হবে বলেই অভিমত ঊর্মিলার।
১৯৯৫ সালে রাম গোপাল বর্মা পরিচালিত এই ছবি কেরিয়ারের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল ঊর্মিলার।এই ছবিতে ঊর্মিলার সঙ্গে অভিনয় করেছিলেন আমির খান এবং জ্যাকি শ্রফ।