উরফির জীবনমুখী হওয়ার গল্প
কাজ নেই, টাকা নেই, প্রেমে বিচ্ছেদ— সব মিলিয়ে জীবন ছারখার। বারবার ভেঙে পড়তেন উরফি জাভেদ। নিজেকে শেষ করে দেওয়ার ভাবনা আসত মাথায়। তার পরেও কী ভাবে জীবনমুখী হলেন ‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের তারকা? বছর শেষে ফেলে আসা অবসাদে মোড়া কঠিন সময়ের স্মৃতিচারণ করলেন ইনস্টাগ্রামে।
উরফি লিখেছেন, ‘আমি যে কত বার ব্যর্থ হয়েছি, তার ইয়ত্তা নেই। গুনতে বললেও হয়তো পারব না। একাধিক বার মনে হয়েছে ঘেঁটে থাকা জীবনের সমস্যাগুলি থেকে পালাতে হলে নিজেকে শেষ করে ফেলতে হবে।’ ওটিটি তারকার কথায় জানা গেল, পেশা-জীবনের শুরুর দিকে মডেলিং বা অভিনয়ে কোনও সুযোগ পাচ্ছিলেন না তিনি। হাতে টাকা ছিল না। নিজেকে ব্যর্থ, অসফল, হেরে যাওয়া মনে হত তাঁর। উরফির কথায়, ‘আজও আমার কাছে টাকা নেই। প্রচুর কাজ নেই আমার হাতে। প্রেমও নেই। তা-ও আমি বেঁচে আছি। তার একটিই কারণ, আমি পথ চলা থামাইনি। আমি হেঁটেই চলেছি।’ উরফির আক্ষেপ, তিনি যেখানে পৌঁছতে চান, হয়তো সেখানে কখনওই পৌঁছতে পারবেন না। তবু চেষ্টা থামাতে রাজি নন অভিনেত্রী।
অনুরাগীদের উরফির পরামর্শ, ‘আশপাশে যে কঠিন পরিস্থিতি তোমায় ভয় দেখাচ্ছে, তার থেকে অনেক বেশি মনের জোর রয়েছে তোমার। অনেক বেশি শক্তিশালী তুমি। তাই লড়াই থামিও না। ওঠো, লড়াই করো। এটাই করে যাও বারবার।’
পোশাক পরার কায়দা এবং ঠোঁটকাটা হিসেবে পরিচিতির কারণে উরফিকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তার জন্য কোনও দিনই নিজেকে পাল্টে ফেলতে রাজি হননি তিনি।