Urfi Javed

হন্যে হয়ে বাড়ি খুঁজছেন উরফি, কিন্তু পাচ্ছেন কই! অভিযোগ হিন্দু-ইসলাম দুই ধর্মের প্রতিই

মুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানরাই বাড়ি ভাড়া দিচ্ছেন না উরফিকে। হিন্দুদের রয়েছে অন্য কারণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮
Share:

মুম্বই শহরে বাড়ি ভাড়া পাচ্ছেন না উরফি, নেপথ্যর কারণ জানালেন নিজেই। ছবি: সংগৃহীত।

পোশাকের কারণে পরিচিতি। সেই কারণেই বার বার বিড়ম্বনাতেও পড়েছেন উরফি জাভেদ। থানা-পুলিশ, হুমকি— সব ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। এ বার অন্য যন্ত্রণা। সারা মুম্বই খুঁজেও বাড়ি ভাড়া পাচ্ছেন না এই পোশাক-শৌখিনী। টুইট করে জানালেন এই বিড়ম্বনার কথা।

Advertisement

ছকভাঙা পোশাকে কী ভাবে প্রচারের আলো টেনে নিতে হয়, ভালই জানেন উরফি জাভেদ। কখনও সে সব পোশাক নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা, কেউ কেউ আবার তারিফ করেন তাঁর সৃজনশীলতার। তাই বলে ঝামেলা কিছু কম পোহান না উরফি। যেমনটা হল এ বার। সারা মুম্বই শহর হন্যে হয়ে খুঁজেও একটা বাড়ি ভাড়া পাচ্ছেন না তিনি। নিজেই টুইট করে জানালেন বাড়ি না পাওয়ার নেপথ্য কারণ।

খানিকটা ক্ষোভ উগরে নিজের সমাজমাধ্যমের পাতায় উরফি লেখেন, ‘‘মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে, কারণ আমি যে ধরনের পোশাক পরি তা তাঁদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে। মুম্বইতে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্যে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement