Entertainment News

জানুয়ারিতে বলিউডের কোন কোন ছবি দেখবেন?

নতুন বছর, নতুন স্বপ্ন। নতুন করে পথ চলা। ছবি দেখতে ভালবাসেন?বছরের শুরুতে প্ল্যান করে নিন বলিউডের কোন ছবিগুলি আপনি দেখবেন। প্রথম মাসে বলিউডের বেশ কয়েকটি ভিন্ন স্বাদের ছবি মুক্তি পাচ্ছে। গ্যালারির পাতায় জানুয়ারি মাসের বলিউড রিলিজের ঝলক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ১২:৫১
Share:
০১ ০৭

নতুন বছর, নতুন স্বপ্ন। নতুন করে পথ চলা। ছবি দেখতে ভালবাসেন?বছরের শুরুতে প্ল্যান করে নিন বলিউডের কোন ছবিগুলি আপনি দেখবেন। প্রথম মাসে বলিউডের বেশ কয়েকটি ভিন্ন স্বাদের ছবি মুক্তি পাচ্ছে। গ্যালারির পাতায় জানুয়ারি মাসের বলিউড রিলিজের ঝলক।

০২ ০৭

শুরুতেই একটা ভূতের ছবি দেখার সুযোগ পেলে ছাড়বেন নাকি?বিক্রম ভট্ট পরিচালিত ‘১৯২১’ মুক্তি পেতে চলেছে আগামী ৫ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন টেলিভিশনখ্যাত কর্ণ কুন্দ্রা ও জারিন খান।

Advertisement
০৩ ০৭

সইফের বহু প্রতিক্ষিত ছবি। ২০১৭-র সেপ্টেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘কালাকান্দি’র। তবে সেন্সর বোর্ডের নির্দেশে দৃশ্য বাদ যাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে যায়। আগামী ১২ জানুয়ারি মুক্তি পেতে পারে ‘ব্ল্যাক কমেডি’ জঁরের এই ছবি।

০৪ ০৭

১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘মুক্কাবাজ’ নামের আর একটি ছবিও। বলিউডের বিগ শট, পরিচালক অনুরাগ কাশ্যপের ‘স্পোর্টস ড্রামা’ জঁরের এই ছবি। রয়েছেন কুমার সিংহ, জিমি শেরগিল, রাজেশ তৈলাং, রবি কিষেণের মতো অভিনেতারা।

০৫ ০৭

১৯ জানুয়ারি বছরের প্রথম বলিউড থ্রিলার ছবি মুক্তি পাওয়ার কথা। কুশল শ্রীবাস্তব পরিচালিত এই ছবির নাম ‘ভদকা ডায়েরিজ’। ছবিতে রয়েছেন রাইমা সেন, কে কে মেনন এবং মন্দিরা বেদী। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে মানালিতে।

০৬ ০৭

২৬ জানুয়ারি মুক্তির সম্ভাবনা বলিউডের বিগ বাজেট মুভি ‘আইয়ারি’র। ‘স্পেশ্যাল ২৬’, ‘বেবি’, ‘রুস্তম’-এর মতো ছবির পরিচালক নীরজ পাণ্ডের ‘আইয়ারি’ দুই সেনা অফিসারের গল্প। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। দিল্লি, লন্ডন ও কাশ্মীরের বহু জায়গায় শুটিং হয়েছে ছবির। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, সিদ্ধার্থ মালহোত্র এবং রাকুলপ্রীত সিংহ।

০৭ ০৭

বছরের শুরুতেই অক্ষয় কুমারের ভক্তদের জন্য ‘প্যাডম্যান’ নিয়ে আসছে বলিউড। ঋতুস্রাব শব্দটা এখনও সামাজিক ভাবে অচ্ছুত এই দেশে। এই সমস্যাকে নিয়েই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তের আগামী ছবি। সোমন কপূরও অভিনয় করেছেন ‘প্যাডম্যান’-এ। এটি একটি কমেডি ড্রামা। তামিলনাড়ুর বাসিন্দা অরুণাচলম মুরুগানাথমের জীবন নিয়ে গড়ে উঠেছে ছবিটি। এটিও প্রজাতন্ত্র দিবসেই মুক্তি পাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement