‘উমা’র দৃশ্যে যিশু এবং সারা।
হিমাদ্রি এবং মেনকাকে তো চেনেন। এতদিনে চিনে নিয়েছেন তাঁদের মেয়ে উমাকেও। ঠিকই ধরেছেন, দুর্গাপুজোর আগেই যে ‘উমা’র অকালবোধন করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তার কথাই বলা হচ্ছে। বালিগঞ্জ দুর্গাবাড়িতে মুক্তি পেল এই ছবির চতুর্থ গান ‘জাগো উমা’।
দিন কয়েক আগেই শোভাবাজার রাজবাড়িতে এই ছবির ট্রেলর লঞ্চ হয়েছিল। এ বার মুক্তি পেল রূপঙ্করের গাওয়া ‘জাগো উমা’। এর আগে এ ছবির ‘হারিয়ে যাওয়ার গান’, ‘আলস্য’ এবং ‘এসো বন্ধু’ ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের। গানঘরের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। সৃজিত-অনুপম জুটি এর আগেও সফল হয়েছেন। ‘উমা’ও সেই সাফল্যের নয়া নজির।
সৃজিতের কথায়, ‘‘উমা আগামী ১ জুন মুক্তি পাবে। ছবির অনুভূতি সবচেয়ে ভাল বোঝা যাবে জাগো উমা গানটাতে। রূপঙ্কর আরও একবার ম্যাজিক তৈরি করেছে। আর অনুপমের কম্পোজিশনের কথা আর নতুন করে কী বলব, অসাধারণ।’’
আরও পড়ুন, অকালে ঘনিয়ে আসছে মরণ, অকালেই তাই ‘উমা’র বোধন
‘উমা’ আসছে দুর্গাপুজো নিয়ে। আসছে বাবা-মেয়ের গল্প নিয়ে। ফুরিয়ে যাওয়া সময়কে বন্দি করতে। এক অসুস্থ কানাডিয়ান ছেলে ইভানের ক্রিসমাস দেখার শেষ সাধ পূরণ করার জন্য তাঁর বাবা ক্রিসমাসের আগেই ছেলের জন্য উত্সবের আলো জ্বালিয়ে ফেরেন। ইভানের সময় ফুরিয়ে আসছিল। তাই সময়কে বন্দি করেছিলেন তাঁর বাবা। ২০১৫-র এই ঘটনার পর ইভান পরিচিত হয়, ‘দ্য বয় হু মুভড ক্রিসমাস’ নামে। সেই গল্প পড়ে কেঁপে উঠেছিলেন সৃজিত। তখনই তা ফ্রেমবন্দি করার সিদ্ধান্ত নেন। তবে ক্রিসমাস বদলে যায় দুর্গাপুজোয়।
আরও পড়ুন, ১৫ বছর পর ইন্দ্রপুরীতে ফিরে রুদ্রনীলের জিয়া নস্ট্যাল