Ujaan Ganguly

জন্মদিনে ‘বনলতা’কে হাওয়ায় চিঠি ভাসিয়ে দিলেন কৌশিক-পুত্র উজান

তাঁকে আদর পাঠিয়েছেন উজান। আর হাওয়ায় ভাসতে ভাসতে সেই আদর পৌঁছে গিয়েছে তাঁর কাছে। লকডাউনে তাঁদের সাক্ষাৎ হয়নি। হয়নি মেঘলা দুপুরে ৮বি বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে বেঙ্গল ল্যাম্প অবধি হাঁটা। প্রত্যেক বছর তাঁর ‘বনলতা’র জন্মদিনে যে বিশেষ কাজটি করে থাকেন উজান, এ বার হয়নি তাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২০ ১৭:৪৩
Share:

বিশেষ বন্ধুর সঙ্গে উজান।

উজান গঙ্গোপাধ্যায়ের বনলতার আজ জন্মদিন। কে তিনি? কী-ই বা তাঁর নাম? ফেসবুক বলছে, সেই বনলতার আসল নাম সহেলি চট্টোপাধ্যায়। বন্ধু, সহপাঠী নাকি প্রেমিকা? উজানের সঙ্গে তাঁর সম্পর্কই বা কী?

Advertisement

তাঁকে আদর পাঠিয়েছেন উজান। আর হাওয়ায় ভাসতে ভাসতে সেই আদর পৌঁছে গিয়েছে তাঁর কাছে। লকডাউনে তাঁদের সাক্ষাৎ হয়নি। হয়নি মেঘলা দুপুরে ৮বি বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে বেঙ্গল ল্যাম্প অবধি হাঁটা। প্রত্যেক বছর তাঁর ‘বনলতা’র জন্মদিনে যে বিশেষ কাজটি করে থাকেন উজান, এ বার হয়নি তাও।

জন্মদিনের পার্টি? হ্যাংওভার? না, সে সব কিছুই নয়। পাড়ার সরু গলি পেরিয়ে ডানদিকের বইয়ের দোকান থেকে নানা ধরনের পেন্সিল কেনা। অবাক ঠেকছে? হয়তো ওই পেন্সিল কেনার মধ্যেই লুকিয়ে রয়েছে অব্যক্ত কিছু কথা, কিছু মুহূর্ত।

Advertisement

আরও পড়ুন- স্বল্প পোশাকে নুসরতকে প্রথম বার পর্দায় দেখে কী বলেছিলেন তাঁর বাবা?

দেখুন উজানের পোস্ট

কিছুই হয়নি এ বার। না হয়েছে দেখা, না হয়েছে সেই চিরাচরিত রীতি পালন। উজান তাই ফোনকেই বানিয়েছেন আঁকার খাতা, তাঁর হাতের ছোঁয়ায় বনলতা ফুটে উঠেছে মোবাইলের স্ক্রিনে। সেই ছবি শেয়ার করেই উজান লিখেছেন, “জানাতে যত চাই কোথায়, হারায় ততই মানে। আর বলাই বাহুল্য, বাকিটা ব্যক্তিগত!” অবশেষে ‘লক্ষ্মী ছেলে’র মন খুঁজছে বনলতাকে?

আরও পড়ুন- এমনিতেই প্রেম হল না, এই লকডাউনে আর কী হবে: মিমি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement