Entertainment News

‘ময়ূর বিচারপতি’কে ‘ঠোক্কর’ টুইঙ্কলের

এই জোকসটি একেবারে নতুন। যার স্রষ্টা অভিনেত্রী-লেখিকা টুইঙ্কল খন্না!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৪:৩০
Share:

টুইঙ্কল খন্না। ছবি: টুইটারের সৌজন্যে।

ময়ূর: আমাদের সন্তানের গায়ে আঁশ! আমার মতো সুন্দর পালক নেই তো!

Advertisement

ময়ূরী: শোনো, এটা তোমার দোষ! সেই রাতে তুমি নিশ্চয়ই কুমিরের কান্না কেঁদেছিলে!

বাজার চলতি যে সমস্ত জোকস ইদানীং কোনও না কোনও হোয়াট্সঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, এটি তেমন নয়। এই জোকসটি একেবারে নতুন। যার স্রষ্টা অভিনেত্রী-লেখিকা টুইঙ্কল খন্না!

Advertisement

বিষয়টি ঠিক কী? কেন এমন জোকস লিখলেন টুইঙ্কল?

আরও পড়ুন, কোন লড়াইয়ে প্রিয়ঙ্কাকে হারিয়ে দিলেন দীপিকা?

গত সপ্তাহেই দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিয়েছেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা। অবসরের দিন তিনি মন্তব্য করেন ‘‘ময়ূর ভারতের জাতীয় পাখি। কারণ ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। ময়ূরীর সঙ্গে কখনওই তারা সঙ্গম করে না। ময়ূরের চোখের জলেই ময়ূরী সন্তানসম্ভবা হয়।’’ মহেশের এই অদ্ভুত মন্তব্যের পর দেশ জুড়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। হাসির রোল ওঠে। ময়ূর সংক্রান্ত মজার জোকস চটজলদি শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় প্যারিসে ছিলেন টুইঙ্কল খন্না। বিভিন্ন বিষয়ে তিনি ইদানীং ওয়েব মিডিয়ায় মন্তব্য করেন। তখন তিনি টুইট করেন ‘এ সব শুনে আমার বাড়ির কথা মনে পড়ছে। কত মজা মিস করছি। …ময়ূরকে জঙ্গলে নাচতে কেউ দেখেছে কি?’’

দেশে ফিরে ফের ময়ূর চর্চায় ব্যস্ত হয়ে পড়েন টুইঙ্কল। গত সোমবার তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানেই লেখা রয়েছে উপরের জোকসটি। ময়ূর ছানার গায়ে আঁশ হওয়ার কারণ হিসেবে সেই বিশেষ রাতে ময়ূরের কুম্ভীরাশ্রুকেই দায়ি করতে পারে ময়ূরী! এমন ভাবেই মজা করেছেন টুইঙ্কল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement