সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন এই টেলি নায়িকারা

বি-টাউন সেলেবদের পাশাপাশি এখন চর্চার খাতায় নাম লিখিয়ে ফেলেছেন ছোট পর্দার নায়িকারাও। রূপে-গুণে কমতি জান না কেউই। অভিনয়ের পাশাপাশি অনেকেই আবার নজর কেড়েছেন তাঁদের বোল্ড লুকেও। এই মুহূর্তে ছোট পর্দার সেরা কয়েক জন নায়িকার হদিশ রইল গ্যালারির পাতায় যাঁরা বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১১:৩২
Share:
০১ ০৮

বি-টাউন সেলেবদের পাশাপাশি এখন চর্চার খাতায় নাম লিখিয়ে ফেলেছেন ছোট পর্দার নায়িকারাও। রূপে-গুণে কমতি জান না কেউই। অভিনয়ের পাশাপাশি অনেকেই আবার নজর কেড়েছেন তাঁদের বোল্ড লুকেও। এই মুহূর্তে ছোট পর্দার সেরা কয়েক জন নায়িকার হদিশ রইল গ্যালারির পাতায় যাঁরা বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন।

০২ ০৮

অভিকা গৌর: ‘বালিকা বধূ’-র আনন্দী হিসেবেই তাঁকে চেনে সকলে। পরে ‘শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালেও তাঁকে দেখেছেন দর্শক। ভিয়েতনামে ‘ফেস অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জিতেছিলেন অভিকা।

Advertisement
০৩ ০৮

ঐশ্বর্য সাখুজা: ঐশ্বর্যের সর্বাধিক পরিচিতি ‘সাস বিনা সাসুরাল’ টিভি শো-য়ের ‘টোস্টি’ চরিত্রে। জানেন কি, মিষ্টি মুখের এই নায়িকা ২০০৬ সালে ‘মিস ইন্ডিয়া’-র ফাইনালিস্টও সিলেক্ট হয়েছিলেন?

০৪ ০৮

দিব্যাঙ্কা ত্রিপাঠি: টেলি দুনিয়ার সুপরিচিত মুখ দিব্যাঙ্কা। টিভি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মহব্বতে’ এবং ডান্স রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’-তে নজর কেড়েছেন তিনি। স্কুলের গণ্ডি পেরোবার আগেই ‘মিস ভোপাল’ শিরোপা পেয়ছিলেন দিব্যাঙ্কা।

০৫ ০৮

মিহিকা বর্মা: টিভি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মহব্বতে’-তে নজর কেড়েছেন মিহিকা। ২০০৪ সালে ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ খেতাব জেনেন তিনি।

০৬ ০৮

গওহর খান: টিভি রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা অভিনেত্রী গওহর খান নজর কাড়েন ‘বিগ বস’-এ। বহু বার বিতর্কের শিরোনামে এসেছেন গওহর। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’-তে ‘মিস ট্যালেন্টেড’ খেতাব জেতেন তিনি।

০৭ ০৮

গৌরী প্রধান: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুটুম্ব’-এ গৌরী মিত্তল এবং ‘কিউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে নন্দিনী ভিরানির চরিত্রে নজর কাড়েন গৌরী। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’-র প্রথম দশ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছিলেন তিনি।

০৮ ০৮

দলজিত কউর ভানোট: টিভি শো ‘ইস প্যার কো ক্যায়া নাম দু’-র অঞ্জলি ঝা হিসেবেই দলজিতের সর্বাধিক পরিচিতি। জানেন কি, এই সুন্দরী অভিনেত্রী ২০০৪ সালে ‘মিস পুণে’ খেতাব জিতেছিলেন? তা ছাড়াও ‘মিস নেভি’, ‘মিস মুম্বই’ এবং ‘মিস মহারাষ্ট্র কুইন’-সহ আরও এক গুচ্ছ সুন্দরী প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন দলজিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement