Suhana Khan

Suhana-Ranbir: আরিয়ানের পর ‘শাহরুখ-কন্যা’ সুহানার বিরুদ্ধে ‘মাতাল’ হওয়ার অভিযোগ, একই দলে রণবীরও

মুঠোয় বন্দি দুনিয়া! নতুন মাধ্যমে তারকাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য, অভিযোগ করা এখন খুবই সহজ। এই সব অভিযোগ আদৌ কি সত্যি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৮:৫৯
Share:

চটজলদি কোনও একটি বিষয়ে মন্তব্য ও কটাক্ষ করার সহজ পরিসর এখন নেটদুনিয়া। এখানে কোনও বিষয়ে সমালোচনা বা নিন্দা দাবানলের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। মতামত প্রকাশের ক্ষেত্রে চিন্তাভাবনার জায়গাও খুব কম। বিশেষ করে বলিউড তারকাদের নিয়ে মন্তব্য, নিন্দা, বিতর্ক, অভিযোগের মহাক্ষেত্র হয়ে উঠছে নেটমাধ্যমগুলি।

Advertisement

নেটমাধ্যমে কটাক্ষের তির এখন ‘শাহরুখ-কন্যা’ সুহানা খান ও রণবীর কপূরের দিকে। দু’জনেই নাকি ‘মাতাল’, এমনই অভিযোগ কিছু মানুষের। জনসমক্ষে তাঁদের হাঁটা-চলা ও আচরণ দেখে মনে হয়, তাঁরা সব সময়ই আকণ্ঠ মদ্যপান করে থাকেন। সম্প্রতি এই দুই অভিনেতার বেশ কিছু ভিডিয়ো নাকি সেই প্রমাণই দিয়েছে। এ নিয়ে নিন্দায় সরব হয়েছে আমজনতা।

সম্প্রতি, সুহানা ও রণবীরকে নিয়ে নতুন কটাক্ষ, এই দুই তারকা ‘মাতাল’। জনসমক্ষে যখনই তাঁরা আসেন, দেখে মনে হয়, চূড়ান্ত নেশাগ্রস্ত তাঁরা।

Advertisement

আবার, দু’জন তারকাকে আপাতদৃষ্টিতে দেখে, তাঁদের ‘মাতাল’ আখ্যা দেওয়া ঠিক নয়-- এমনটাও মনে করেন অনেকেই।

তারকাদের সপক্ষে তাঁদের যুক্তি, প্রবল কাজের চাপে ক্লান্ত থাকতে পারেন রণবীর বা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন তিনি। তখন তাঁকে দেখলে নেশাগ্রস্ত মনে হয়।

অন্য দিকে ‘শাহরুখ-কন্যা’ সুহানাকে মাস্ক পরে জনসমক্ষে আসতে দেখে অনেকে অভিযোগ করেছেন, চূড়ান্ত নেশাগ্রস্ত সুহানা, তাই মাস্কে মুখ ঢেকেছেন। আদতে ব্যাপারটা অন্য রকম তো হতেই পারে।

অভিনয়ের জগতে সবে মাত্র পা রাখা সুহানা জনসমক্ষে নেশা করে আসবেন কেন? কেরিয়ারের শুরুতে তিনি নিশ্চয়ই বদনাম কুড়োতে চাইবেন না। বরং কোভিড সুরক্ষা-বিধি মেনে মাস্ক পরে তিনি দায়িত্বশীল নাগরিকেরই পরিচয় দিয়েছেন, এই মতও অনেকে ব্যক্ত করছেন।

কিন্তু সোজা নজরে না দেখে নেটাগরিকদের একাংশ খামোখা বিষয়টিকে জটিল করে তুলছেন বলে মনে করছেন বাকিরা। খ্যাতনামীদের অপদস্থ করতে পারলে আর কিছুই চান না অনেকে, এমন কথাও উঠছে সুহানা বা রণবীরের সপক্ষে। তাই অভিযোগ করার আগে একটু ভাবুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement