ওয়েব সিরিজটির নাম ‘স্পটলাইট’। পরিচালনায় বিক্রম ভট্ট। গল্পটিও লিখেছেন তিনি। গল্পে মফস্বলে থাকা একটি মেয়ে বলিউডে পা রাখে। সাফল্যের পথে হারিয়ে যায় তাঁর ভালবাসা। আর এই চরিত্রেই অভিনয় করেছেন টলি অভিনেত্রী ত্রিধা চৌধুরী।
গত বছর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ক্ষত’তে অভিনয় করেন ত্রিধা। সৃজিতের ‘মিশর রহস্য’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘খাদ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন তামিল ছবিতেও। আপাতত ব্যস্ত মেগা সিরিয়াল ‘দহলিজ’ নিয়ে। বিক্রমের এই সিরিজ নিয়ে ত্রিধা বলেন, ।‘‘ কিছু আঞ্চলিক ছবি থেকে জাতীয় টেলিভিশনের একটি শো, আর এখন বিক্রম ভট্টের ওয়েব সিরিজ। এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। দারুণ উত্তেজিত আমি।’’
বিক্রমের এ গল্পে বলিউডের দুটি সম্পূর্ণ আলাদা দিক দেখানো হয়েছে। এক দিকে গ্ল্যামার দুনিয়া, অন্য দিকে বলিউডের ডার্ক সাইড। ‘স্পটলাইট’ পরিচালনা করছেন সুহেল তাতারি। অভিনয় করছেন আরিফ জাকারিয়া, সিড মাক্কার, কুণাল পণ্ডিত ও রাজেশ খেরা। ফেব্রুয়ারি মাসে অনলাইন স্ট্রিমিংয়ে মুক্তি পাবে ‘স্পটলাইট’।
আরও পড়ুন: মুক্তির আগেই ৫০০ কোটির ঘরে বাহুবলী ২!