Tridha Choudhury

প্রশ্ন তুললেন

শনি ও রবিবার কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৬
Share:

—ফাইল চিত্র।

করোনার সঙ্গে কী ভাবে লড়াই করতে হবে, তা নিয়ে তৈরি এক মিউজ়িক ভিডিয়োর শুটিং করতে মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। কিন্তু প্রশ্ন উঠছে, এই সচেতনতামূলক ভিডিয়োয় কাজ করতে গিয়ে কি ত্রিধা নিজেই নিয়ম ভাঙলেন?

Advertisement

ত্রিধা কলকাতায় পৌঁছন গত ১ সেপ্টেম্বর। নিয়ম অনুসারে রাজ্যের বাইরে থেকে এলে কোয়রান্টিনে থেকে তার পর শুটিং করা যাবে। কিন্তু সেই নিয়ম না মেনে, ত্রিধা সে দিনই সকলের সঙ্গে মিটিং করেন। শনি ও রবিবার কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করেন। ত্রিধা বলেন, ‘‘আমার মধ্যে রোগের কোনও লক্ষণ নেই বলে, কোয়রান্টিনে থাকার কথা এয়ারপোর্টে বলা হয়নি। ভিসুয়াল স্ট্যাম্পও লাগানো হয়নি। শুটিংয়ের তাড়া ছিল বলে কলকাতায় পৌঁছেই মিটিং করি। আমি নিজেই সকলকে সচেতন করি। দূরত্ববিধি মেনে সব কিছু করেছি।’’ ত্রিধা বৃহস্পতিবার মুম্বই ফিরে পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘‘কলকাতা এয়ারপোর্টে কোনও থার্মাল চেকিং হয়নি। কিন্তু মুম্বই এয়ারপোর্ট আমাকে ভিসুয়াল স্ট্যাম্প দিয়ে চিহ্নিত করেছে। তিন দিন গৃহবন্দিও থাকব। তবে কলকাতায় এমন ব্যবস্থা হলে, সকলকে আরও সচেতন হতে হবে।’’ তাঁর অভিযোগ প্রসঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, স্ক্রিনিং, গাইডলাইন স্বাস্থ্য দফতরের বিষয়। তঁারা কোনও মন্তব্য করবেন না। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যাত্রীকে টিকিট কাটার আগে আন্ডারটেকিং দিতে হবে। বিমান সংস্থাও যাত্রীর কাছ থেকে আন্ডারটেকিং নেবে। যদিও ত্রিধা জানালেন, তাঁর কাছ থেকে কোনও আন্ডারটেকিং চাওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement