Raj-Subhashree

এক মাসও বয়স হয়নি ইয়ালিনির, এর মধ্যেই মেয়েকে নিয়ে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?

৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেয়ের বয়স এক মাস হওয়ার আগে তাকে নিয়ে বেড়িয়ে পড়লেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:২৯
Share:

শুভশ্রী-রাজ। ছবি: সংগৃহীত।

সদ্য মেয়ের মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৩০ ডিসেম্বর এক মাস বয়স হবে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর কন্যা ইয়ালিনির। এখনও পর্যন্ত ইউভানের বোনকে কেউ দেখেননি। তবে মেয়ে হওয়ার পর বাড়িতে বন্দি নন নায়িকা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে নায়িকার নানা ছবি দেখেছেন দর্শক। এরই মাঝে নিজের ভোলবদলের জন্য পার্লারে গিয়েছিলেন তিনি। দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্রিসমাসে কী পরিকল্পনা রাজ-শুভশ্রীর? খোঁজ নিয়ে জানা গেল, শহরে নেই তাঁরা। ঘুরতে গিয়েছেন দুই ছেলে মেয়েকে নিয়ে।

Advertisement

এমনিতেই তাঁরা ঘুরতে যে ভালবাসেন সে কথা সবারই জানা। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান তাঁরা। এ বারেও ক্রিসমাসে তেমনই পরিকল্পনা করেছেন তাঁরা। পাটায়ায় ঘুরতে গিয়েছেন শুভশ্রীরা। যদিও তাঁদের ঘুরতে যাওয়ার ছবি দেখে অনেকেই ভেবেছেন তা হলে কি সন্তানদের রেখে গিয়েছেন কলকাতায়? সূত্র বলছে, তেমনটা একদমই নয়। ছেলের ছবি যদিও দেখা গিয়েছে। দুই সন্তানকে নিয়ে চুটিয়ে আনন্দ করছেন তাঁরা। ২৬ ডিসেম্বর ফিরবেন শহরে। বছরের শেষটা কলকাতাতেই কাটাবেন তাঁরা।

এই মুহূর্তে নতুন কোনও কাজ শুরু করেননি শুভশ্রী। কয়েক মাস কাটার পর আবারও নতুন ছবিতে মন দেবেন তিনি। শোনা যাচ্ছে, আগামী বছর দেবালয় ভট্টাচার্যর নতুন ছবির কাজ শুরু করবেন নায়িকা। অন্য দিকে রাজেরও ‘এসভি’ প্রযোজিত নতুন ছবির কাজ শুরু করার কথা আগামী বছরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement