Tuhina Das

বস্তায় মাথা ঢাকলেন কেন এই টলিউড অভিনেত্রী?

কী এমন হল যে বস্তার মতো ব্যাগ দিয়ে মাথা ঢাকতে হল তাঁকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ২৩:৪৪
Share:

তুহিনা দাস।

কে এই টলিউড অভিনেত্রী? ও! ইনি তুহিনা দাস। কিন্তু কী এমন হল যে বস্তার মতো ব্যাগ দিয়ে মাথা ঢাকতে হল তাঁকে?

Advertisement

আসলে তিনি রূপকের ব্যবহার করেছেন। ২০২০ সালটা গোটা পৃথিবীর জন্য ভয়াবহ। কেউ কোনও কাজ মনের আনন্দে করতে পারছে না। মাথায় যেন বোঝা। আর সেই ‘বোঝা’-র কথা বোঝাতেই বস্তার ব্যবহার করলেন তিনি। শুধু তাই নয়। যে ভাবে বাড়ির বাইরে পা রাখতে গেলে সুরক্ষার জন্য আমাদের নিজেদের বস্তার মধ্যে পুরে নিতে হয়, সে কথাও বলতে চেয়েছেন তিনি।

‘হইচই’-র ওয়েবসিরিজ ‘দময়ন্তী’-র দ্বিতীয় সিজনের শ্যুট চলছে। শ্যুটের ফাঁকে বস্তা মাথায় ছবি তুললেন অভিনেত্রী তুহিনা দাস। আর ক্যাপশনে লিখলেন, ‘এই বছরটা আক্ষরিক অর্থেই এরকম। ঠিক যেন আমাদের মাথার উপর বস্তা রয়েছে সর্বক্ষণ। কিন্তু তা বলে ডিসেম্বর মাসেও আপনি পার্টি করবেন না নাকি? পার্টির আমেজ আপনাদের মনের মধ্যে আরও শক্তিশালী হচ্ছে।’ নীচে হ্যাশট্যাগে লেখা, ‘২০২০-র শেষ মাস’, ‘শ্যুটের আনন্দ’ এবং ‘দময়ন্তী সিজন ২’।

Advertisement

A post shared by Tuhina (@tuhinadasofficial)

আরও পড়ুন: কৃষকরা আমাদের মা-বাবার মতো, বললেন সোনু সুদ

আরও পড়ুন: রাশিয়ান স্ত্রী ধর্মান্তরিত হয়ে হিন্দু, জানালেন রাহুল নিজেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement