Soham Chakraborty Birthday

ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়! দেব ও আমি ব্যতিক্রম, মত সোহমের

‘প্রধান’ ছবিতে জুটি বেঁধেছেন দুই বন্ধু দেব এবং সোহম চক্রবর্তী। দুই বন্ধুর বন্ধুত্ব কতটা গাঢ় জানালেন সোহম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:২৭
Share:

(বাঁ দিকে )দেব, সোহম চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

সোমবার প্রকাশ্যে এসেছে ‘প্রধান’ ছবির ট্রেলার। ক্যামেরার সামনে এই নিয়ে দ্বিতীয় বার জুটি বেঁধেছেন দেব এবং সোহম চক্রবর্তী। এর আগে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারই জন্য’ ছবিতে দর্শক তাঁদের একসঙ্গে দেখেছিলেন। সোহমের মতে, ক্যামেরার নেপথ্যে দুই বন্ধুর সমীকরণই এ বার পর্দায় দেখবেন দর্শক।

Advertisement

ইন্ডাস্ট্রিতে নায়ক বা নায়িকাদের মধ্যে রেষারেষির গুঞ্জন নতুন নয়। কিন্তু সোহমের মতে, তিনি এবং দেব তাঁর ব্যতিক্রম। সোহম বললেন, ‘‘ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারও বন্ধু হয় না। কিন্তু আমি আর দেব ব্যতিক্রম। আমরা খুব ভাল বন্ধু।’’ এই ছবিতে দেবের চরিত্রের নাম দীপক প্রধান। অন্য দিকে, সোহম অভিনয় করেছেন বিবেক রায়ের চরিত্রে। দু’জনেই পুলিশ অফিসারের চরিত্রে।

‘প্রধান’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের এক ফাঁকে ভিন্ন মেজাজে সোহম এবং দেব। ছবি: সংগৃহীত।

দেব এবং সোহমের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সোহমের কথায়, ‘‘আমরা কিন্তু একে অপরের মনের কথা জানি। আমাদের আড্ডাই বসে হয়তো রাত ১১টার পর। সেখানে আমরা নায়ক নই, নিতান্তই দুই বন্ধু। অভিনয়, পরিবার, রাজনীতি সব কিছু নিয়ে খোলামেলা কথা বলি।’’ দেব সোহমকে একাধিক টিপ্‌স দিয়ে থাকেন। কোনটা সোহমের মনে আছে? অভিনেতা হেসে বললেন, ‘‘ও আমাকে এতটা চাঁচাছোলা কথা না বলে একটু সব দিক ব্যালান্স করে কথা বলতে বলেছে।’’

Advertisement

দেব এবং সোহম দু’জনেই নায়ক। দেব এখানে প্রধান চরিত্রে। সোহমের গুরুত্ব কি সেখানে কম হয়ে গেল? সোহম অবশ্য এই বক্তব্য নস্যাৎ করে বললেন, ‘‘এই ছবিতে প্রথম বা দ্বিতীয় লিড বলে কিছু নেই। প্রতিটা চরিত্র এখানে গুরুত্বপূর্ণ। দেবের চরিত্র কেন্দ্রে রয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে, আমি এখানে গৌণ চরিত্রে।’’

বাংলা ছবির দর্শক এখন বদলে গিয়েছেন বলে মনে করেন সোহম। ‘মশালা’ ছবির পরিবর্তে দর্শক এখন বেশি ছবির বিষয়বস্তুর উপরে জোর দিচ্ছেন। সোহম বললেন, ‘‘এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে দেব এবং অতনুদার (অতনু রায়চৌধুরী) মতো প্রযোজকের খুব প্রয়োজন, এমন প্রযোজক যাঁরা আগে ছবি কত টাকায় বিক্রি হবে সেটা না ভেবে ছবির গুণমানের উপর নির্ভর ছবির বিক্রি নির্ধারিত হয়।’’ বাংলা ছবির ছবির বাজার যে ক্রমশ ছোট হচ্ছে সে কতা বিশ্বাস করেন না সোহম। তিনি বললেন, ‘‘বাংলা ছবির দর্শক এখনও আছেন। ভাল ছবি তৈরি করতে পারলে আমার বিশ্বাস দর্শক নিশ্চয়ই সেটা দেখবেন।’’

‘প্রধান’ ছবিতে সোহমের উপস্থিতি নিয়ে দেবও সমানভাবে উচ্ছ্বসিত। বললেন, ‘‘প্রস্তাব পেয়ে সোহম হয়তো আমাকে না বলতে পারেনি। কিন্তু ওর মতো শক্তিশালী অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছে। এই ছবিতে ওর অভিনয় দর্শকদের চমকে দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement