Dev-Mithun-Soham

‘প্রধান’-এর পর আবার এক ছবিতে দেব-সোহম! টলিউডের জল্পনা, এ বার সঙ্গী মিঠুনও

দেব, মিঠুন, সোহম— টলিপাড়ার তিন বড় নাম। এই তিন জনকে যদি এক ফ্রেমে দেখা যায়, তা হলে কেমন হয়? ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, তাঁদের নাকি এ বার একসঙ্গে দেখা যাবে নতুন ছবিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৭:১৫
Share:

(বাঁ দিক থেকে) দেব,সোহম চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বাংলা ছবিকে বাণিজ্যিক ভাবে সফল করার জন্য বেশ কিছু পন্থা নিয়েছেন প্রযোজকেরা। প্রথমত, চেষ্টা করছেন ইন্ডাস্ট্রির অন্দরে কোনও বৈষম্য না রেখে মিলেমিশে এগিয়ে যাওয়ার। দ্বিতীয়ত, ছবিতে ‘বড়’ মুখদের সই করানোর। যাঁদের জন্য হলে গিয়ে ছবি দেখতে চাইবেন দর্শক। এ বার নাকি সেই পথে হাঁটছেন অভিনেতা এবং প্রযোজক সোহম চক্রবর্তীও। শোনা যাচ্ছে, প্রযোজক সোহম পরিকল্পনা করছেন বড় চমকের। তাই জন্য নাকি হাত মিলিয়েছেন দেবের সঙ্গে। তাঁদের ব্যবসায়িক কোনও চুক্তি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এ বার নাকি সোহম প্রযোজিত ছবিতে দেব এবং সোহমকে একসঙ্গে দেখা যাবে। সঙ্গে রয়েছে আরও চমক।

Advertisement

এই মুহূর্তে সোহম এবং দেব একসঙ্গে কাজ করছেন নতুন ছবিতে। অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। শোনা যাচ্ছে, শুটিং ফ্লোরেই নাকি নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন দুই নায়ক। তবে তাঁদের পরিকল্পনা মতো সব কিছু এগোলে নতুন ছবিতে দেব এবং সোহম ছাড়াও নাকি দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবির নাম নাকি ‘চশমা’। ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই এই খবর শুনে অবাক। এই মুহূর্তে মিঠুনের পারিশ্রমিক আকাশছোঁয়া। সে ক্ষেত্রে সত্যিই তাঁর নতুন ছবিতে অভিনেতাকে নেওয়ার কথা ভাবছেন সোহম? চূড়ান্ত কিছুই জানা যায়নি। তবে সূত্র বলছে, কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে।

অন্য দিকে, মিঠুন বর্তমানে শুটিং করছেন সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’র। এ ছাড়াও তাঁকে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখছেন সকলে। তবে কি আবারও দেবের সঙ্গে নতুন ছবিতে দেখা যাবে মিঠুনকে? তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, দেবের সঙ্গে মিঠুনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। অন্য দিকে, সোহমের সঙ্গে আগে ছবি করেছেন তিনি। আগামী দিনে কি তিন অভিনেতাকে একই ফ্রেমে দেখা যাবে? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement