Rajdeep Gupta

ক্যানসারের সঙ্গে লড়াই শেষ! স্বজনবিয়োগ ‘পঞ্চমী’-র নায়ক রাজদীপ গুপ্তের

গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই। তবে শেষরক্ষা হল না, স্বজনহারা ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়ক রাজদীপ গুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৬:২০
Share:

কাছের মানুষকে হারিয়ে শোকাতুর রাজদীপ। ছবি: সংগৃহীত।

বাংলা টেলিভিশন থেকে সিরিজ়, দুই মাধ্যমেই পরিচিত মুখ তিনি। এই মুহূর্তে ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়কের চরিত্রে দেখা যাচ্ছে রাজদীপকে। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবনে বড়সড় ধাক্কা খেয়েছেন তিনি। মাকে হারালেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর মায়ের বয়স হয়েছিল ৫৬। ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন ধরেই লড়াই করছিলেন অভিনেতার মা। অবশেষে ইতি পড়ল রোজকার এই যুদ্ধে। রবিবার মায়ের সঙ্গে একটি ছোটবেলার ছবি ভাগ করে নেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে রাজদীপ জানান, স্তন ক্যানসারে ভুগছিলেন তাঁর মা। অস্ত্রোপচার হয়, সেরেও ওঠেন। কিন্তু, গত ফেব্রুয়ারি মাসেই ফের বাসা বাঁধে এই মারণরোগ। তার পর এক বছরের টানা লড়াই। কিন্তু শেষরক্ষা হল না। আপাতত সিরিয়াল থেকে ক’দিনের ছুটি নিয়েছেন রাজদীপ। সামনেই শ্রাদ্ধের কাজ আছে। তবে খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চান রাজদীপ। মাকে ছাড়া বাড়িটা ফাঁকা লাগছে তাঁর।

রাজদীপের কথায়, ‘‘গত এক বছর ধরে সে ভাবেও কোনও কাজ নিইনি। কারণ, মায়ের অসুস্থতা। তবে এ বার তাড়াতাড়ি কাজে ফিরব। কারণ, বাড়িতে থাকতে ভাল লাগছে না। আত্মীয়স্বজনেরা রয়েছেন। তবে, সবাইকে দেখলে মায়ের কথা মনে পড়ছে। কাজ আঁকড়ে ধরতে চাই এই সময়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement