Bokul Kotha

‘বকুল কথা’য় তুলকালাম রোম্যান্স বকুল ও ঋষির

হানির কথায়:“বকুলের সঙ্গে ঋষির ফাটাফাটি রোম্যান্স চলছে। ঋষি স্বপ্নে দেখছে বকুলকে। কিস্ করছে, জড়িয়ে ধরছে, ঠোঁটে কিস করতে গিয়ে ঘুম ভেঙে যাচ্ছে। বকুলই হয়তো ঘুম ভাঙিয়ে দিচ্ছে।”

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১২:০১
Share:

রোম্যান্সে মত্ত বকুল-ঋষি। নিজস্ব চিত্র।

‘বকুল কথা’ ধারাবাহিকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে নায়ক নায়িকার রোম্যান্স। নায়ক ঋষি ওরফে হানি বাফনা এবং নায়িকা বকুল, ঊষসী রায়। কী বলছেন তাঁরা?
হানির কথায়:“বকুলের সঙ্গে ঋষির ফাটাফাটি রোম্যান্স চলছে। ঋষি স্বপ্নে দেখছে বকুলকে। কিস্ করছে, জড়িয়ে ধরছে, ঠোঁটে কিস করতে গিয়ে ঘুম ভেঙে যাচ্ছে। বকুলই হয়তো ঘুম ভাঙিয়ে দিচ্ছে।”
ঊষসী বলছেন, “বকুলের অগ্নিস্যরের ছেলেকে নিয়ে এখন গল্প চলছে। স্যর জানতেন, ছেলে মারা গিয়েছে। কিন্তু তাঁকে লুকিয়ে রাখা হয়েছে। বকুল প্রমাণ পেয়েছে যে সে বেঁচে আছে। সেটা নিয়ে বকুল প্রচণ্ড ডিস্টার্ব। কী ভাবে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে সেই চেষ্টা চলছে।রোম্যান্স তো চলছেই। যাই দৃশ্য হোক না কেন রোম্যান্সের কমতি হয় না।”

Advertisement

আরও পড়ুন-ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ‘বিশেষ বন্ধু’ মিথিলার সঙ্গে সৃজিত, সঙ্গে শাহরুখ

আরও পড়ুন-নুড ভিডিয়ো লিকের পর বড়সড় সিদ্ধান্ত ঘোষণা সেই বিতর্কিত পাক গায়িকার

Advertisement

দর্শক কী বলছেন? হানি বললেন, “রোম্যান্টিক সিন দেখানো হলেই আমাদের ফেসবুক পেজে দেখি দর্শক পাগল হয়ে যায়। ফ্যানরা বার বার এরকম দৃশ্য দেখতে চায়।”
ব্যক্তিজীবনে কি রোম্যান্স হল? দৃঢ় স্বরে হানিবললেন, “না।”ঊষসী অবশ্য এ বিষয়ে বরাবর নীরব থাকাই পছন্দ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement