Tollywood

সাতপাকে বাঁধা পড়লেন ‘ত্রিনয়নীর’-র সুধা, প্রকাশ্যে এল ছবি

বিয়ের পরীক্ষায় সফল ভাবে উতরোলেন দেবপর্ণা। এ বার শুরু দাম্প্যতের খেলা...

Advertisement

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৯:১৩
Share:

সাতপাকে বাঁধা পড়লেন দেবপর্ণা। নিজস্ব চিত্র

শীতকাল মানেই বিয়ের মরসুম। জুন-সৌরভ, সৃজিত-মিথিলা, দীপঙ্কর-দোলনের পর এ বার ছাদনাতলায় আরও এক সেলিব্রিটি। দেবপর্ণা চক্রবর্তী। যাকে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে সুধার চরিত্রে দেখেছেন আপনারা। মাঘের শুরুতেই বিশুদ্ধ বাঙালি মতে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। পাত্র শুভ্রজ্যোতি পালচৌধুরী পেশায় একজন উদ্যোগপতি এবং ব্যবসায়ী । যাঁর ভারতের বিভিন্ন জায়গায় রাইভাল ফিটনেস নামে জিম রয়েছে।

Advertisement

এর আগে আনন্দবাজার ডিজিটালকে দেবপর্ণা জানিয়েছিলেন সম্পূর্ণ বাঙালি সাজেই বিয়ে করার ইচ্ছা রয়েছে তাঁর। যেমন বলেছিলেন হল ঠিক তেমনটাই। লাল বেনারসিতে নববধূর সাজে গিয়ে বসলেন বিয়ের পিঁড়িতে। সঙ্গে পরেছিলেন মানানসই গয়না। টোপর মাথায় দিয়ে শুভ্র্যজ্যোতিও পৌঁছে গিয়েছিলেন সার্কেল ক্লাবে। ওখানেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। দেবপর্ণা জানিয়েছিলেন বউভাত হবে স্বভূমিতে। সে মতোই আয়োজন করা হয়েছে সমস্ত কিছু।

কিন্তু বিয়ের পর জনপ্রিয়তা কমে যাবার ভয় হচ্ছে না তাঁর? দেবপর্ণা এর আগে আনন্দবাজার ডিজিটালকে বলেছিলেন, “আমি তো নায়িকা নই। আমি অভিনেত্রী। যে ভালবাসা পেয়েছি সেটা অভিনয় দিয়ে। তাই আমার এ বিষয়ে খুব একটা চাপ নেই।”

Advertisement

আরও পড়ুন- কাশ্মীরি পণ্ডিতরা ভিখারি নন, তাঁরা সরকারের কাছে হাত পাতেননি, বললেন বিধু বিনোদ চোপড়া

বিয়ের পরীক্ষায় সফল ভাবে উতরোলেন দেবপর্ণা। এ বার শুরু দাম্প্যতের খেলা...

বিয়ের এক্সক্লুসিভ ছবি আনন্দবাজার ডিজিটালের সঙ্গে শেয়ার করলেন দেবপর্ণা...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement