আপনি কি সিনেমাপ্রেমী? ফিল্ম মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা চাই? তা হলে আপনার জন্য সুখবর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ফিল্ম মুক্তি পাচ্ছে। তালিকাটা দেখে নিন আর অবশ্যই অগস্ট মাসের ক্যালেন্ডারটা নিজের মতো করে প্ল্যান করে ফেলুন।
ফ্যানি খান: মেয়ের স্বপ্ন পূরণ করতে মরিয়া এক বাবার গল্প। মেয়ের স্বপ্ন পূরণ করতে এক গায়িকাকে অপহরণও করে ফেলবেন বাবা। কিন্তু তারপর... ৩ অগস্ট মুক্তি পেতে চলেছে অনিল কপূর, ঐশ্বর্যার এই ফিল্মটি। পরের অংশটা সিনেমা হলের জন্যই থাক।
কারওয়াঁ: নিখাদ কমেডি ড্রামা। বলতে পারেন রোড স্টোরি। ‘হাইজ্যাক’-এর পরিচালক আক্রাশ খুরানা এর পরিচালনা করেছেন। ফ্যানি খান মুক্তির দিনেই মুক্তি পাচ্ছে ইরফান খানের এই ফিল্মটি।
মুল্ক: হৃত সম্মান ফিরে পেতে এক মুসলিম পরিবারের লড়াই নিয়ে তৈরি এই ফিল্মটি। এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। আছেন ঋষি কপূরও। এই ছবিটিও মুক্তি পাচ্ছে ৩ অগস্ট।
গোল্ড: স্বাধীনতা দিবসের দিন দেশাত্মবোধক ফিল্ম নিয়ে দর্শকদের মন জিততে আসছেন অক্ষয় কুমার। এটি স্পোর্টস ড্রামা। ১৯৪৮ সালে অলিম্পিকে ভারতের হকিতে পদক জয়কে কেন্দ্র করেই এই ফিল্ম।
সত্যমেব জয়তে: জন আব্রাহাম অভিনীত এই ফিল্মটিও মুক্তি পাচ্ছে ১৫ অগস্ট। ফিল্মে জন একজন অত্যন্ত সৎ মানুষ। কোনও রকম অন্যায় সহ্য করতে পারেন না। যাঁরা অন্যায় করছেন, তাঁদের সঙ্গে কী করবেন জন? ফিল্মেই দেখা যাবে।
হ্যাপি ফির ভাগ যায়েগি: ২০১৬ সালের হিট ছবি হ্যাপি ভাগ যায়েগির সিক্যুয়েল। ঘণ্টা দেড়েক প্রচুর হাসতে চাইলে ২৪ অগস্ট সিনেমা হলে চলে যান। যখন হল থেকে বেরবেন, তখনও মুখে হাসি লেগে থাকবে, দাবি করেছেন আত্মবিশ্বাসী পরিচালক।
ইমলা পাগলা দিওয়ানা ফির সে: ফের স্ক্রিনে এক সঙ্গে দেখা যাবে তিন দেওলকে। অগস্টের ৩১ তারিখে এই ফিল্মটি মুক্তি পেতে চলেছে।
স্ত্রী: ৩১ অগস্ট আরও একটি ফিল্ম মুক্তি পাওয়ার কথা। স্ত্রী। শ্রদ্ধা কপূর এবং রাজকুমার রাও অভিনীত ফিল্মটি হরর কমেডি। ফিল্মের প্রমোশনের জন্য তাঁরা দু’জনেই নিজেদের ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। দু’জনের ইনস্টাগ্রামেই একটাই পোস্ট ‘মর্দ কো দর্দ হোগা’ আর ‘ও স্ত্রী কাল আনা’।