স্টারডমে এই তারকারা চূড়ান্ত সফল। জনপ্রিয়তার নিরিখে থাকেন পেজ-থ্রির প্রথম সারিতেই। কিন্তু, শুধু অভিনয়তেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি এই তারকারা। তৈরি করেছেন নিজেদের আলাদা পরিচয়। কী সেটা? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
ডিনো মারিয়া: অভিনয়ে ততটা সফল না হলেও, সুপারমডেল হিসেবে বরাবরই জনপ্রিয় ছিলেন ডিনো। অভিনয় প্রথম পেশা হলেও, নিজের আলাদা রেস্তোরাঁর চেন চালান তিনি। ‘ক্রেপ স্টেশন’ নামে রেস্তোরাঁটি ছড়িয়ে রয়েছে দেশের নানা প্রান্তে। তা ছাড়া ‘কুল মল মারচ্যানডাইস’ নামে রিটেলের ব্যবসাও আছে তাঁর।
রনিত রয়: টেলিভিশন থেকে বড় পর্দা— দু’জায়গাতেই জনপ্রিয় রনিত। জানেন কি, তাঁর নিজস্ব সিকিউরিটি এজেন্সি রয়েছে? ‘এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন’ নামে ওই সংস্থার কয়েকজন ক্লায়েন্ট তো বি-টাউনের প্রথম সারির সেলেব— সলমন খান, শাহরুখ খান, আমির খান এবং মিঠুন চক্রবর্তী।
বিপাশা বসু: বি-টাউনের ফ্যাশনিস্তা বিপাশা মডেলিং, অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও চূড়ান্ত সফল। মালাইকা অরোরা ও সুজান খানের সঙ্গে পার্টনারশিপে তাঁর একটি অনলাইন ফ্যাশন পোর্টাল রয়েছে। ‘দ্য লেবেল লাইফ’ নামে ওই পোর্টালটিতে আধুনিক অ্যাকসেসরিজ তো মিলবেই, উপরি পাওয়া বিপাশার নানা স্টাইল টিপস।
অভিষেক বচ্চন: সিনেমা তো আছেই। বচ্চন পরিবারের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন কবাডিও। ‘জয়পুর পিঙ্ক প্যান্থার’ নামে প্রো-কবাডি লিগের একটি দলই কিনে ফেলেছেন অভিষেক বচ্চন। পাশাপাশি, মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সহ-মালিকানায় ‘চেন্নাইয়ান এফসি’ নামে আইএসএলেও দল কিনেছেন অভিষেক।
লারা দত্ত: মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। ‘মিস ইউনিভার্স’-এর খেতাবের পরে বলিউডে এন্ট্রি। মডেল ও অভিনেত্রী লারা এখন নিজের প্রোডাকশন হাউসও খুলেছেন, ‘ভিগি বাসন্তী’। সেই সঙ্গে ডিজাইনার শাড়ির বিপুল কালেকশনও রয়েছে নায়িকার, পাশাপাশি ফিটনেস নিয়ে ‘ডিভিডি’ও লঞ্চ করেছেন লারা।
শিল্পা শেট্টি: এক সময় বলিউড কাঁপানো অভিনেত্রী শিল্পা এখন পুরোপুরি মন দিয়েছেন ব্যবসার কাজে। মুম্বইয়ে কিনেছেন ‘রয়্যালটি ক্লাব’, পাশাপাশি আইপিএলে ‘রাজস্থান রয়্যালস’ দলেরও মালকিন তিনি। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে। ‘ইওসিস’ নামের স্পা এবং স্যালোঁ-র সদস্যও শিল্পা। ২০১৫ সালে নিজের যোগের ডিভিডিও বাজারে এনেছিলেন তিনি।
জন আব্রাহাম: শুধু বাইক আর বডি বিল্ডিংই নয়, বলিউডের হার্টথ্রব জনের রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস। ‘জেএ এন্টারটেনমেন্ট’ নামে ওই প্রোডাকশন হাউসের প্রথম হিট ছবি ‘ভিকি ডোনার’। তা ছাড়া, আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড টিমের মালিকও জন।
টুইঙ্কল খন্না: অভিনয় জগত থেকে সরে আসার পর মা ডিম্পলের সঙ্গে সুগন্ধী মোমবাতির ব্যবসা শুরু করেছিলেন টুইঙ্কল। ‘দ্য হোয়াইট উইন্ডো’ নামে তাঁর নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে। সম্প্রতি ‘মিসেস ফানিবোনস’ নোবেল লিখে লেখিকা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন টুইঙ্কল।
সুস্মিতা সেন: বরাবরই ছক ভাঙা পথে হাঁটতে ভালবাসেন নায়িকা। মডেলিং, অভিনয়ের পাশাপাসি ব্যবসাতেও সফল সুস্মিতা। ‘তন্ত্রা এন্টারটেইনমেন্ট’ নামক একটি প্রোডাকশান হাউসের মালকিন তিনি। দুবাইতে তাঁর একটি জুয়েলারি রিটেল স্টোরও রয়েছে। ‘সেমসাজিওন’ নামে একটি সংস্থার অধীনে তাঁর অসংখ্য রেস্তোরাঁ ও স্পাও রয়েছে।
সানি লিওন: ‘আইঅ্যাম বেশরম ডট কম’ নামে একটি অনলাইন স্টোর চালান সানি। অ্যাডাল্ট টয়, অন্তর্বাস, সুইম কস্টিউম, ডিজাইনার পার্টি ড্রেসের জন্য জনপ্রিয় এই অনলাইন স্টোর। তা ছাড়া দুবাইতে ‘লাস্ট’ নামে একটি পারফিউমও লঞ্চ করেছেন নায়িকা।