পর্দা থেকে উধাও এই বলি নায়িকারা, এখন কী করছেন?

কারও বোল্ড অবতার হইচই ফেলে দিয়েছিল। কেউ আবার সম্পর্কে জড়িয়ে পেজ থ্রি গসিপে হামেশাই থেকে যেতেন। কিন্তু আজ তাঁরা স্ক্রিন থেকে শত যোজন দূরে।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৩০
Share:
০১ ০৮

নেহা: ১৯৯৮ সালে বলি দেওলের বিপরীতে ‘করীব’-এ নেহার মিষ্টি অভিনয় সবার মন কেড়েছিল। এর পর অভিনয় করেন ‘ফিজা’তেও। এখন তিনি মনোজ বাজপেয়ীকে বিয়ে করে সুখে সংসার সামলাচ্ছেন। তাঁর একটি মেয়েও আছে।

০২ ০৮

প্রীতি জাঙ্গিয়ানি: মহব্বঁতে’র সেই মিষ্টি নায়িকাকে এখনও মনে আছে সবার। কিন্তু তার পর বলি ইন্ডাস্ট্রিতে সে ভাবে কোনও ছাপই ফেলতে পারেননি। ট্রাই করেছিলেন কন্নড় ছবিতেও। কিন্তু সেখানেও একই হাল। ২০০৮ সালে প্রযোজক প্রবীন দাব্বাসকে বিয়ে করেন।

Advertisement
০৩ ০৮

টিউলিপ জোশী: ‘যশ রাজ ফিল্মস’ এর ব্যানারের মুভি ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’তে ডেবিউ। এর পর ‘মাতৃভূমি’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশং‌সিত হয়েছিল। তার পর শিল্পপতি বিনোদ নায়ারকে বিয়ে করেন। এই মুহূর্তে অভিনেত্রী তাঁর স্বামীকে ব্যবসায় সাহায্য করছেন।

০৪ ০৮

কিম শর্মা: ছবিতে অভিনয়ের সংখ্যা খুবই কম। তবে ক্রিকেটার যুবরাজ সিংহের সঙ্গে সম্পর্কে জড়িয়ে লাইমলাইটে ছিলেন কিম। পরবর্তী কালে শিল্পপতি আলি পানজানিকে বিয়ে করে ঘরকন্না সামলাচ্ছেন তিনি।

০৫ ০৮

গ্রেসি সিংহ: ‘লগান’ এবং ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে নজর কেড়েছিলেন গ্রেসি। কিন্তু এর পর ধীরে ধীরে বড় পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। এখন তিনি একটি টেলি সিরিয়াল ‘ সন্তোষী মা’তে মা সন্তোষীর ভূমিকায় অভিনয় করছেন।

০৬ ০৮

নৌহিদ সাইরুশি: ‘আনওয়ার’, ‘লকির’ এর মতো বহুল প্রশংসিত ছবিতে তাঁর অভিনয় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। এই মুহূর্তে তিনি শুধুই বিজ্ঞাপনে অভিনয় করেন।

০৭ ০৮

ইশা কোপিকর: বহু ছবিতে নেহার আইটেম ডান্স মনে রাখার মতো। ‘পিঞ্জর’ এবং ‘গার্লফ্রেন্ড’ ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে হোটেল ব্যবসায়ী টিম্মি আনন্দকে বিয়ে করে সংসার করছেন।

০৮ ০৮

আয়েষা টাকিয়া: তাঁর মিষ্টি লুকস আর প্রানবন্ত অভিনয় নেশা ছড়িয়েছিল দর্শকদের মধ্যে। ২০০৯ সালে শিল্পপতি ফারহান আজমিকে বিয়ে করেন। তাঁর একটি ছেলেও রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement