সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রচারিত ‘ফাগুন বউ’ ধারাবাহিকের একটি দৃশ্য।
গত শনিবার থেকে টেলি পাড়ায় শুটিং বন্ধ। চরম অচলাবস্থা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবারও কোনও সমাধান সূত্র বের হয়নি।
বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনও ব্যাঙ্কিং এপিসোড জমা পড়েনি। ফলে এই অচলাবস্থায় কর্তৃপক্ষ পুরনো এপিসোড দেখাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে স্টার কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতিতে তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন।
চ্যানেলের দাবি, বেশিরভাগ ধারাবাহিকের স্লটেই নতুন এপিসোড জমা পড়েনি। ফলে চ্যানেল ওই স্লটে বাছাই করা এপিসোড দেখাতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এ ছাড়া আর কোনও উপায় নেই বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন, শর্ত ছাড়াই আগে শুটিং শুরু হোক, চান প্রসেনজিৎ
শেষ পর্যন্ত সমাধান সূত্র কি আদৌ বেরবে? তার জন্য আর কতদিন অপেক্ষা করবেন সকলে? সত্যিই কি যুযুধান দু’পক্ষ একসঙ্গে আলোচনার টেবিলে বসবেন? এখন এ সব প্রশ্নেরই উত্তর খুঁজছে টেলি ইন্ডাস্ট্রি।
(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। )