শঙ্কর চক্রবর্তী। —ফাইল চিত্র।
টলিপাড়ায় আপাতত বন্ধ হয়ে গেল ধারাবাহিকের শুটিং। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যত ক্ষণ না পর্যন্ত শিল্পীদের করোনা সংক্রান্ত বিমার কাগজ তাঁরা হাতে পাবেন তত ক্ষণ পর্যন্ত কোনও শিল্পী শুটিংয়ে অংশ নেবেন না। আর্টিস্ট থেকে প্রযোজক, চ্যানেল, সকলের রোষের মুখে এখন আর্টিস্ট ফোরাম। আর এরই মাঝে নানা মহলে বুধবার সকাল থেকে জল্পনা শুরু হয়, আর্টিস্ট ফোরামের সভাপতি শংকর চক্রবর্তী পরিস্থিতির চাপে পদত্যাগ করেছেন।
এই জল্পনা কি সত্য? শংকর চক্রবর্তী নিজে আনন্দবাজার ডিজিটালকে বললেন, “আজ
সকাল থেকেই শুনছি আমি নাকি পদত্যাগ করেছি। কেউ গুজব ছড়িয়েছে। আমি আছি। আর এখন মিটিংয়ে যাচ্ছি, দেখি যদি কাল থেকেই শুট শুরু করা যায়।”
২০২০-র নির্বাচনে অভিনেতা ভরত কলকে হারিয়ে শংকর চক্রবর্তী আর্টিস্ট ফোরামের সভাপতি পদে নিযুক্ত হন। তাৎপর্যের বিষয়টি হল, শংকর চক্রবর্তী কখনওই শাসক ঘনিষ্ঠ বলা যায় না। আর্টিস্ট ফোরামের নির্বাচনে তিনি কোনও রংই সরাসরি নিজেদের গায়ে লাগতে দেননি।
আরও পড়ুন: আমি ক্যান্সারের পেশেন্ট হয়ে ইন্ডাস্ট্রির কথা ভেবে যদি শুটিং করতে পারি, অন্যরা কেন পারবেন না: ভরত কল
আরও পড়ুন: দিনভর টানাপড়েন, আজ থেকে শুরু হচ্ছে না বাংলা ধারাবাহিকের শুটিং