আসছেন হনুমান। ছবি: সংগৃহীত।
উৎসবের পরিবেশ গোটা দেশে। সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবনী। সেই পর্ব মিটলেই আলোর উৎসব দীপাবলি। কথিত, শ্রী রামচন্দ্রের শ্রীলঙ্কা জয়ের উদ্যাপন উপলক্ষে অযোধ্যা প্রদীপের আলোয় সেজেছিল। সেই রীতি মেনে আজও দীপাবলিতে সেজে ওঠে সারা দেশ। আবার এ-ও শোনা যায়, অশুভের বিনাশ করে শুভশক্তির জয় প্রকাশেই এই আলোর উৎসবের আয়োজন। সেই জায়গা থেকে অক্টোবরের ২৫ তারিখ ডিজ়নি হটস্টারে শুরু হতে চলেছে অ্যানিমেশন সিরিজ় ‘হনুমান’-এর পঞ্চম সিজ়ন।
ভারতীয় পুরাণ রামায়ণ বা মহাভারত একুশ শতকেও চিত্তাকর্ষক। এর আগে ছোট পর্দায় ধারাবাহিক হিসাবে রামানন্দ সাগর, বিআর চোপড়া মহাকাব্য দু’টি এনেছিলেন। প্রতি রবিবার ধারাবাহিক সম্প্রচারের সময় রাস্তা ফাঁকা হয়ে যেত, আজও এই আলোচনা অব্যাহত। অ্যানিমেশন সিরিজ় ‘হনুমান’ প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সিরিজ় নিয়েও একই উন্মাদনা এই প্রজন্মের মনে। তাই পঞ্চম সিজ়ন আনার কথা ভেবেছে চ্যানেল।
প্রযুক্তি, গ্রাফিক্সের মিশেলে তৈরি এই সিরিজ়ে শোনা যাবে শরদ দেবরাজন, জীবন জে কাং, শরদ কেলকার এবং দমন বাগগানের কণ্ঠ।