Salman Khan

নবরাত্রির স্মৃতি বললে ঐশ্বর্যার কথাই মনে পড়ে! জীবনের কোন সেরা মুহূর্তের কথা বলেছিলেন সলমন?

১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভন্সালীর এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সলমন ও ঐশ্বর্যার প্রেম গাঁথা। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৯:২৯
Share:

সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: সংগৃহীত।

বলিউডে আজও চর্চিত সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের অপূর্ণ প্রেম। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ে মন দেওয়া-নেওয়ার শুরুয়াত। সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে প্রাক্তন জুটির কথা। যেমন, নবরাত্রির প্রসঙ্গ এলেও সলমনের ‘হম দিল দে চুকে সনম’ ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বর্যার সঙ্গে প্রেমের মুহূর্ত।

Advertisement

২০১৮ সালে এক সাক্ষাৎকারে সলমন এমনই জানিয়েছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তাঁর মনে পড়ে গিয়েছিল ‘হম দিল দে চুকে সনম’ ছবির গান ‘ঢোলি তারো’র কথা। এই গানে সলমন ও ঐশ্বর্যার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে। নবরাত্রি মানেই সলমনের মনে পড়ে যায় এই গানের কথা।

ভাইজান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল ‘হম দিল দে চুকে সনম’ এবং ছবির গান ‘ঢোলি তারো’।” ১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভন্সালীর এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সলমন ও ঐশ্বর্যার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

Advertisement

২০০৭ সালে ঐশ্বর্যা বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সলমন তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘সিকন্দর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement