শিব ঠাকুরের মুখে খারাপ ভাষা! আর তাতেই বেনারসে গণ্ডগোল! গণ্ডগোল চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর নতুন ছবি ‘মহল্লা অসসি’ নিয়েও!
ব্যাপারটা কী?
মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে এই ছবি। বেনারসের পটভূমিতে তৈরি ছবিতে না কি শিবঠাকুরের মুখে অশালীন কথা শোনা গিয়েছে! দেশ শুদ্ধ মানুষকে সেটা দেখিয়েছে ছবি মুক্তির আগেই ইন্টারনেটে বেরিয়ে যাওয়া ছবির ফুটেজ।
তবে, ‘মহল্লা অসসি’-র পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী জানিয়েছেন, তাঁর ছবির ইন্টারনেটে ‘লিক’ হওয়া ফুটেজটি ছবির বক্তব্যকে বিভ্রান্ত করছে। সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক কাশীনাথ সিংহের ‘কাশী কা অসসি’ উপন্যাস অবলম্বনে তৈরি ‘মহল্লা অসসি’ সম্পর্কে মানুষকে ভুল বার্তা দিচ্ছে এই ‘ট্রেলার’। চন্দ্রপ্রকাশের মতে, এটা একটা
অন্তর্ঘাত— তাঁর ছবিকে অপদস্থ করার জন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজ করেছে।
কয়েক সপ্তাহ আগে সানি দেওল, সাক্ষী তনওয়ার, রবি কিষণ অভিনীত ‘মহল্লা অসসি’-র এই ‘ট্রেলার’ নিয়ে অভিযোগ ওঠে যে, এতে পবিত্র তীর্থ বারাণসীর ভাবমূর্তি আহত হয়েছে। এই ফুটেজে দেখা যাচ্ছে, শিব-সাজা একজন লোক অশালীন কথাবার্তা বলছে। যা মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করছে বলে অভিযোগ ওঠে।
পরিচালক অবশ্য বলছেন, এই চরিত্রটি একজন বহুরূপীর। শিব সেজে সে বেনারসের ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। এই দৃশ্যে দেবাদিদেবকে হেয় করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। চন্দ্রপ্রকাশ বিষয়টি নিয়ে আপাতত সাইবার সেল-এর দ্বারস্থ হয়েছেন।