Terminator: Dark Fate

ভারতে মুক্তির দু’দিনের মধ্যেই অনলাইনে ফাঁস ‘টারমিনেটর: ডার্ক ফেট’

দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও পাইরেসির উপর লাগাম লাগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মুক্তির দু’দিন পরই অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৪’ এবং রাজকুমার রাও এবং মৌনী রায় অভিনীত ‘মেড ইন চায়না’ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। অভিযোগের তির সেই ‘তামিল রকার্স’-এর দিকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ১৪:৪১
Share:

ছবির পোস্টার।

ফের পাইরেসির জালে সিনেমা। টলিউড বা বলিউড নয়, এবারের শিকার চলতি বছরের সুপার-হাইপড হলিউড ছবি ‘টারমিনেটর: ডার্ক ফেট’। কাঠগড়ায় সিনেমা লিকের জন্য কুখ্যাত ওয়েবসাইট ‘তামিল রকার্স’।

Advertisement

বিদেশে আগে মুক্তি পেলেও ভারতে এই সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি মুক্তি পেয়েছে ১ নভেম্বর। এ দেশের অ্যাকশন ছবির ভক্তরা অনেক আগে থেকেই প্রি-বুকিং করে রেখেছিলেন। আশা করা হচ্ছিল, ভারতে ভালই ব্যবসা করবে সোয়ার্ত্‌জেনেগার অভিনীত ওই ছবি। বক্স অফিসে শুরুটাও হয়েছিল বেশ ভালই। কিন্তু মুক্তির দু’দিনের মধ্যেই তা অনলাইনে লিক হয়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে নির্মাতাদের।

দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও পাইরেসির উপর লাগাম লাগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মুক্তির দু’দিন পরই অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৪’ এবং রাজকুমার রাও এবং মৌনী রায় অভিনীত ‘মেড ইন চায়না’ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। অভিযোগের তির সেই ‘তামিল রকার্স’-এর দিকেই।

Advertisement

আরও পড়ুন- জন্মদিনে শাহরুখের জন্য গানই গেয়ে ফেললেন সলমন! দিলেন একটু খোঁচাও

আরও পড়ুন-ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী জুন মাল্য

শুধু বলিউডই নয়, রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী অভিনীত বাংলা ছবি ‘পরিণীতা’-ও মুক্তির পরের দিনই ফাঁস হয়ে গিয়েছিল ইউটিউবে। এই সব জালিয়াতির ফলে ক্ষতির মুখে পড়ছে ফিল্মি দুনিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement