এক বিরল প্রজাতির গোখরো সাপ। সেটিকেই নাকি ব্যবহার করা হয়েছে ‘নাগার্জুন এক যোদ্ধা’ নামের সিরিয়ালে। সেই গোখরো নিয়ে সিরিয়ালের প্রোমোশন করতে গিয়ে হাজতবাস হল ছোট পর্দার অভিনেত্রী শ্রতি উলফতের।
ঘটনাটি মাস কয়েক আগে। গত অক্টোবরে গোখরো সাপটিকে নিয়ে একটি ভিডিও রেকর্ড করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রুতি। এই ভিডিও দেখে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ এনজিও ‘র’ এর সদস্য সুনীশ কঞ্জু বন বিভাগের কাছে লিখিত অভিযোগ জানান| অভিযোগ জানানো হয় ঠাণের বন্যপ্রাণী দফতরেও। সেই অভিযোগের ভিত্তিতেই বন্যপ্রাণী আইন অমান্য করার দায়ে শ্রুতি-সহ ওই সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রোডাকশনের আরও তিন কর্মীকে গ্রেফতার করা হয় | ‘র’ এর প্রতিষ্ঠাতা পবন শর্মা বলেন, ‘‘অভিনেতা পার্ল পুরী এবং দুই প্রযোজক উত্কর্ষ বালী ও নিতিশ সোলাঙ্কিকে গ্রেফতার করা হয়েছে। শ্রুতি সহ এই তিনজনকে গতকাল বরিভালি আদালতে পেশ করা হয়। এক দিনের জেল হেফাজত হয় অভিযুক্তদের।
অভিযুক্তদের অবশ্য দাবি ছিল, আসল নয়, ভিএফএক্স ও সিজিআই দ্বারা এই সাপটিকে নির্মাণ করা হয়েছে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয় নকল নয়, সাপটি আসল। শ্রুতি এ বিষয়ে বলেন, ‘‘যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আমার এবং তাতেই গোখরো সাপটির ভিডিও পোস্ট হয়েছে, বন বিভাগের কর্তারা তাই আমায় বিবৃতি দিতে আসতে বলেছেন। বন্যপ্রাণীর অবৈধ পাচার বন্ধ করতে চান তাঁরা আমি এ দেশের দায়িত্ববান নাগরিক। এ বিষয়ে সাহায্য করা আমার কর্তব্য। আমি একজন পরিচিত অভিনেত্রী তাই আমার নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে, এতে আমার দোষ ছিল না।’’